ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

আর কখনো ধর্মঘট নয়, অতীতের জন্য দুঃখিত: মমতা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০১২
আর কখনো ধর্মঘট নয়, অতীতের জন্য দুঃখিত: মমতা

ঢাকা: বিরোধী দলে থাকাকালীন হরতাল ধর্মঘট ডাকার জন্য ক্ষমা চেয়ে ভবিষ্যতে আর হরতাল না করার প্রতিশ্রুতি দিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

আগামী ২৮ ফেব্রুয়ারি বামফ্রন্টের ডাকা শিল্পকারখানা ধর্মঘট ব্যর্থ করে দিতে জনগণের প্রতি আহ্বান জানিয়ে রাজ্যের তিনটি টেলিভিশন চ্যানেলকে দেওয়া এক সাক্ষাতকারে এই প্রতিশ্রুতি দেন মমতা।


কেউ জোর করে ধর্মঘট করার চেষ্টা করলে তার বিরুদ্ধে সরকার কঠোর ব্যবস্থা নেবে বলেও জানিয়ে দেন তিনি।

তিনি বলেছেন, ‘বিরোধী দলে থাকতে হরতাল ও ধর্মঘট ডেকে ভুল করেছিলাম। পরে উপলব্ধি করতে পেরেছি, ধর্মঘট কোনো সমস্যার সমাধান এনে দেয় না। গত দুই বছরে আমরা একটি ধর্মঘটও ডাকিনি। ’

মুখমন্ত্রী বলেন, ‘আমরা ভুল করেছি এবং পরে শুধরে নিয়েছি। আমাদের আশা, জনগণ আমাদের এই ভুলের জন্য ক্ষমা করবে। আমি সাধারণ মানুষের প্রতি আহ্বান জানিয়েছি, তারা যেনো ধর্মঘটে সাড়া না দেয়। ধর্মঘট দিনমজুরদের প্রতিদিনকার উপার্জন কেড়ে নেয়। ’

মঙ্গলবার রাজ্যে ট্রেন, বাস এবং ট্রাম পরিবহন ব্যবস্থা সচল রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে উল্লেখ করে তিনি বলেন, ‘রাজনীতির ময়দানে সাহসী উপস্থিতি জানান দিতেই বামপন্থীরা ধর্মঘট ডেকেছে। ’

বামফ্রন্ট সরকারি কর্মচারীদের ধর্মঘটে ব্যবহার করতে পারে এমন আশঙ্কায় সকলকে হুঁশিয়ার করে দিয়ে তিনি বলেন, ‘কোনো সরকারি কর্মকর্তা ধর্মঘটে অংশ নিলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য, কর্মসংস্থান সৃষ্টি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধসহ বিভিন্ন ইস্যুতে রাজ্যের এগারোটি ট্রেড ইউনিয়ন ২৮ ফেব্রুয়ারি মঙ্গলবার পশ্চিমবঙ্গজুড়ে ধর্মঘটের ডাক দিয়েছে।

বাংলাদেশ সময়: ২০৩৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।