ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

ত্রিপুরায় বাড়ছে সরকারি কর্মচারীদের চাকরির বয়সসীমা

আগরতলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০১২

আগরতলা(ত্রিপুরা): ত্রিপুরায় বাড়ছে সরকারি কর্মচারীদের চাকরির বয়স সীমা। ৫৮ বছর থেকে বাড়িয়ে বর্তমানে তা করা হয়েছে ৬০ বছর।

সোমবার রাজ্য বিধানসভায় ২০১২-১৩ সালের বাজেট পেশ করে এ ঘোষণা দেন অর্থমন্ত্রী বাদল চৌধুরী।

দীর্ঘদিন ধরেই রাজ্যের সরকারি কর্মচারীদের বিভিন্ন সংগঠন চাকরির বয়সসীমা দুই বছর বাড়ানোর দাবি জানিয়ে আসছিল। শেষ পর্যন্ত কর্মচারীদের এই দাবি মেনে নিল রাজ্যের বামফ্রন্ট সরকার। এদিন অর্থমন্ত্রীর বাজেট বক্তৃতায় এই ঘোষণা দিতেই দাবানলের মতো এই খবর ছড়িয়ে পড়ে কর্মচারী মহলে।

খুশীর লহর সকল অংশের কর্মচারীদের মধ্যে ছড়িয়ে পড়ে। এদিন অফিস স্কুল ছুটি হতেই বিভিন্ন অংশের কর্মচারীরা রাজ্য সরকারকে ধন্যবাদ জানিয়ে মিছিল বের করেন। রাজ্যের অনেক জায়গায় শিক্ষক কর্মচারীরা পথসভাও করেন ধন্যবাদ জানিয়ে।

কর্মচারীদের চাকরির বয়সসীমা যেমন বাড়ানো হয়েছে তেমনি বাড়ানো হয়েছে চাকরি পাবার বয়স সীমাও। আগে ত্রিপুরায় সরকারি চাকরি পাবার বয়সসীমা ছিল ৩৭ বছর। এখন তা বাড়িয়ে করা হয়েছে ৪০ বছর। এদিন বাজেটে এই ঘোষণাটিও দেন অর্থমন্ত্রী। সরকারের এ সিদ্ধান্তে খুশি যুব সম্প্রদায়। এদিকে নতুন একটি ভাতা এদিন চালু করার ঘোষণা দিয়েছেন বাদল চৌধুরী।

দারিদ্র সীমার নিচে বসবাসকারী যে সমস্ত মহিলার বয়েস ৪৫ বছর, কিন্তু তাদের বিয়ে হয় নি এবং কোন সরকারি চাকরি করেন না তাদের প্রতি মাসে ৪০০ টাকা করে ভাতা দেবে রাজ্য সরকার। এর জন্য অর্থও ধরা হয়েছে এবারের বাজেটে। রাজ্য সরকারের এসব নতুন সিদ্ধান্ত দেখে বলা যেতেই পারে বাজেট এবারের জনমুখী।

বাংলাদেশ সময: ২৩৪৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।