ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

রাজ্যের বাজেটে জোর পেল ত্রিপুরা বাংলাদেশ সম্পর্ক

আগরতলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৪২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০১২

আগরতলা (ত্রিপুরা): ত্রিপুরা বাংলাদেশের সম্পর্কের ওপর বিশেষ জোর দেয়া হল এবারের বাজেটে। ২০১২-১৩ অর্থ বছরের জন্য সোমবার রাজ্য বিধান সভায় ৮ হাজার ১১৯ দশমিক ৪৭ কোটি টাকার বাজেট পেশ করলেন অর্থমন্ত্রী বাদল চৌধুরী।

প্রায় দেড় ঘণ্টার বাজেট ভাষণে অর্থমন্ত্রী ছুয়ে যান জাতীয় আন্তর্জাতিক বহু বিষয়। কথা বলেন ত্রিপুরা-বাংলাদেশ নিয়েও।

তিনি বলেন, দু’দেশের মধ্যে ভালো সম্পর্কই পারে সমস্ত তিক্ততাকে দূরে ঠেলে দিতে। বাদল চৌধুরী তার বাজেট বক্তৃতায় জোর দিয়েছেন বাংলাদেশের সঙ্গে ব্যবসা-বাণিজ্য ও বৈদেশিক সম্পর্ক বাড়ানোর উপরও। বাদল চৌধুরী তথ্য দিয়ে বলেছেন, গত কয়েক বছরে ত্রিপুরার সাথে বাংলাদেশের বাণিজ্যের পরিমাণ বেড়েছে।

২০১১-১২ অর্থ বছরের ডিসেম্বর মাস পর্যন্ত ত্রিপুরা এবং বাংলাদেশের মধ্যে বাণিজ্য হয়েছে ২৩১ দশমিক ৬৪ কোটি টাকার। এই অর্থ বছর শেষ হবার সময় টা বেড়ে ৩০০ কোটি টাকাতে পৌছবে বলে তিনি আশা প্রকাশ করেছেন তার বাজেট বক্তৃতায়।

আগামী অর্থ বছরে এই বাণিজ্যকে আরও বাড়িয়ে নিয়ে যাবার কথাও বলেছেন। বর্তমানে ত্রিপুরা এবং বাংলাদেশের মধ্যে সাতটি ল্যান্ড কাস্টম স্টেশন রয়েছে। এই সীমান্তে আরও দুটি ল্যান্ড কাস্টমস স্টেশন করার দাবি জানানো হয়েছে এবারের বাজেটে।

বাংলাদেশ সময়: ০২৪০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।