ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

তৃণমূলের বিরুদ্ধে মাধ্যমিক পরীক্ষার্থীকে ছুরিকাহত করার অভিযোগ

কলকাতা ব্যুরো | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩৩০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০১২

কলকাতা : দুষ্কৃতিদের মদের টাকা দিতে অস্বীকার করায় মাধ্যমিকের ছাত্র ছুরিকাহত হল উত্তর চব্বিশপরগনার হাবড়ায়। গুরুতর আহত হয়ে মৃত্যুর সঙ্গে সে পাঞ্জা লড়ছে।

ছাত্রটির নাম দীপঙ্কর মিস্ত্রী।

 এর ফলে সোমবার ইংরেজি পরীক্ষা থাকলেও দীপঙ্কর তা দিতে পারে নি। তৃণমূলের কর্মীরাই এই কাজ করেছে বলে স্থানীয় মানুষ অভিযোগ করেছে। পুলিশ এই ঘটনায় দু’জনকে গ্রেফতার করেছে।

 হাবড়ায় রেললাইনের ধারে এলাকাটি সন্ধ্যার পরে সমাজবিরোধীদের হাতে চলে যায় বলে এলাকার মানুষের অভিযোগ। রোববার চায়ের দোকান থেকে তৃণমূলের সমর্থকেরা মদ খাওয়ার পয়সা চায়।

 দোকানদার দীপঙ্কর তা দিতে অস্বীকার করলে পরে তাকে বাড়ি থেকে তুলে এনে ক্লাবের সামনে বাঁশ দিয়ে পেটায় এবং ধারালো অস্ত্র দিয়ে বুকে আঘাত করে। গুরুতর আহত অবস্থায় তাকে হাবড়া স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

 দীপঙ্কর অনেক কষ্টে টাকা যোগাড় করে মাধ্যমিক পরীক্ষা দিচ্ছিল বলে বাড়ির লোক জানায়। কিন্তু তাও সে শেষ করতে পারল না।

 

বাংলাদেশ সময় : ০৩২৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।