ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

হরতালে কলকাতা বিমানবন্দরে আটকে পড়েছেন অনেক যাত্রী

কলকাতা ব্যুরো | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০১২
হরতালে কলকাতা বিমানবন্দরে আটকে পড়েছেন অনেক যাত্রী

কলকাতা: বাম শ্রমিক সংগঠন গুলোর ডাকা হরতালে কলকাতা নেতাজী সুভাষ আন্তর্জাতিক বিমানবন্দরে আটকে পড়েছেন অনেক যাত্রী।

তবে বিমানবন্দরে আটকে পড়া যাত্রীদের গন্তব্যে পৌঁছে দেওয়ার বিশেষ ব্যবস্থা করা হয়েছে।

বিধাননগর কমিশনারেট এলাকায় আটকে পড়লে সাহায্যের জন্য রয়েছে বিশেষ কন্ট্রোল রুম নম্বর।

ধর্মঘটের দিন বিমানবন্দর স্বাভাবিক রাখতেও উদ্যোগী প্রশাসন। বিমানবন্দর কর্তৃপক্ষের অনুরোধে যাত্রী হয়রানি রুখতে সব রকম ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে বিধাননগর পুলিশ কমিশনারেট।

স্থানীয় প্রশাসন জানিয়েছে, যানবাহনের অভাবে যাত্রীরা বিমানবন্দরে আটকে পড়লে প্রয়োজনে তাদের বাড়ি পৌঁছে দেওয়ার ব্যবস্থা করছে পুলিশ। পাইলট বা কেবিন ক্রুদের আনতে সমস্যায় পড়েছে বিভিন্ন উড়ান সংস্থা, পুলিশ তাদের বিমানবন্দরে আনার ব্যবস্থা করছে।

প্রশাসন দাবি করলেও এদিন সকাল থেকে কোনওরকম যানবাহন চোখে পড়েনি বিমানবন্দরে। অনেক যাত্রীকেই বিমানবন্দরের লাউঞ্জে অপেক্ষা করতে দেখা গেছে। বিমানবন্দরের বাইরে কয়েকটি গাড়ি থাকলেও তার চালকরা অত্যধিক ভাড়া দাবি করছে।

বাংলাদেশ সময়: ১৫৫৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।