ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

কলকাতায় ৫ মাওবাদী গ্রেফতার

কলকাতা ব্যুরো | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৭ ঘণ্টা, মার্চ ১, ২০১২

কলকাতা: এসটিএফ’র হাতে কলকাতায় ৫ মাওবাদী গ্রেফতার হয়েছেন। তারা অন্ধ্রপ্রদেশ ও ছত্রিশগড়ে মাওবাদী ক্রিয়াকলাপের সঙ্গে যুক্ত।

বৃহস্পতিবার তাদের আদালতে নেওয়া হবে। তাদের ট্রানজিট ডিমান্ডে অন্ধ্রপ্রদেশে নিয়ে বিচার করা হবে।
    
অন্ধ্রপ্রদেশের পুলিশের নির্দেশে কলকাতার এসটিএফ কদিন ধরে মাওবাদীদের খুঁজছিল। বুধবার সকাল সাড়ে ১১টার দিকে  প্রেসিডেন্সি কলেজের সামনে থেকে মাওবাদীদের জোনাল কমান্ডার রামকৃষ্ণনানকে গ্রেফতার করে পুলিশ। এছাড়া আরও চারজনকে আগেই গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃতরা কলকাতায় রকেট লঞ্চারের খোল তৈরির কাজ করছিল বলে পুলিশ সূত্র থেকে জানানো হয়েছে। তাদের কাছে নগদ ৫ লক্ষ রূপি পাওয়া যায়।  

অন্ধ্রপ্রদেশের মাওনেতা রামকৃষ্ণণ ছাড়া আরও দুজন বড় মাপের নেতা রয়েছেন ওই দলে। তবে তারা এই রাজ্যের কেউ নন।

বাংলাদেশ সময়: ১৪০৭ ঘণ্টা, মার্চ ০১, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।