ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

মমতার ভাইপোকে আদালতে নেওয়া হচ্ছে

কলকাতা ব্যুরো | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৫ ঘণ্টা, মার্চ ১, ২০১২

কলকাতা: প্রকাশ্য রাজপথে একজন ট্রাফিক সার্জেন্টকে চড় মারার অভিযোগে কলকাতায় আটক হওয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির ভাইপো আকাশ ব্যানার্জী ও তার তিনসঙ্গীকে বৃহস্পতিবার আলিপুর আদালতে তোলা হচ্ছে।

কর্তবরত অবস্থায় ট্রফিক সার্জেন্টকে নিগ্রহ করার জন্য এদের বিরুদ্ধে ৩৪১, ৩৫৬, ৩২৩, ১১৪ ধারায় মামলা দায়ের করা হয়েছে।

বুধবার তাদের আটক করা হয়।

এদিন আলিপুরের চিপ জুডিসিয়াল ম্যাজিসস্ট্রেটের আদালতে তাদের শুনানি হবে।

পুলিশের পক্ষ থেকে অভিযুক্তদের জেল হেফাজতের আরজি জানানো হচ্ছে বলে জানা গেছে।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, ঘটনায় জড়িত সবাইকে গ্রেফতার করা হয়েছে। এক্ষেত্রে অভিযুক্তদের নতুন করে জেরা করার প্রয়োজন নেই। ফলে তাদের জেল হেফাজতে পাঠানোর আরজি জানানো হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৪১৩ ঘণ্টা, মার্চ ০১, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।