ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

জিটিএ চুক্তি নিয়ে মমতার অভিযোগ উড়িয়ে দিলেন চিদাম্বরম

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৩ ঘণ্টা, মার্চ ১, ২০১২

নয়াদিল্লি: দার্জিলিং পাহাড়ে জিটিএ কার্যকর হওয়ার ক্ষেত্রে কেন্দ্রীয় সরকার বিলম্ব করছে, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির এমন অভিযোগ উড়িয়ে দিলেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী পি চিদাম্বরম।

বৃহস্পতিবার নয়াদিল্লিতে তিনি বললেন, প্রক্রিয়া সম্পূর্ণ হতে সময় লাগে।

দু’দিনের মধ্যেই বিল রাষ্ট্রপতির কাছে অনুমোদনের জন্য পাঠিয়ে দেওয়া হবে।

সম্প্রতি শিলিগুড়িতে গোর্খা জনমুক্তি মোর্চার সঙ্গে বৈঠকে জিটিএ কার্যকরী হওয়ার ক্ষেত্রে দেরি হওয়া নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।

২২ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকেও জিটিএ নিয়ে বিলম্বের অভিযোগ তোলেন তিনি।

মুখ্যমন্ত্রীর অভিযোগ করেছিলেন, রাজ্য সরকার তার যাবতীয় কাজ শেষ করে ফেললেও কেন্দ্রের তরফেই দেরি হচ্ছে।

বুধবারও দার্জিলিং সফরে গিয়ে একই অভিযোগ করেন তিনি।

সেই অভিযোগ প্রত্যাখ্যান করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী পি চিদাম্বরম পাল্টা জানিয়ে দিলেন, ইচ্ছাকৃতভাবে কোনও দেরি করা হচ্ছে না। জিটিএ-নিয়ে ছয়টি মন্ত্রণালয়ের ছাড়পত্র প্রয়োজন ছিল। এটা একটা প্রক্রিয়া। সেগুলি সম্পূর্ণ হওয়ার পর এবার দু’দিনের মধ্যে বিল রাষ্ট্রপতির কাছে পাঠিয়ে দেওয়া হবে।

এদিকে, জিটিএ চুক্তি দ্রুত কার্যকরী না হলে ফের পৃথক গোর্খাল্যান্ডের দাবিতে আন্দোলনের হুমকি দিয়েছে গোর্খা জনমুক্তি মোর্চা।

বাংলাদেশ সময়: ১৪৩৯ ঘণ্টা, মার্চ ০১, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।