ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

ভারতে যৌথ বিদ্যুৎ কেন্দ্র স্থাপনে আগ্রহী বাংলাদেশ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৬ ঘণ্টা, মার্চ ১, ২০১২

নয়াদিল্লি: উত্তর-পূর্ব ভারতে অংশীদারিত্বের ভিত্তিতে বিদ্যুৎ কেন্দ্র স্থাপনে বাংলাদেশ আগ্রহী বলে জানিয়েছেন নয়াদিল্লিতে বাংলাদেশের হাইকমিশনার তারিক এ করিম।

বুধবার নয়াদিল্লিতে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড ও কনফেডারেশন অব ইন্ডিয়ান ইন্ডাস্ট্রির যৌথ আয়োজনে এ সেমিনারের আলোচ্য বিষয় ছিল বাংলাদেশের জ্বালানি খাতের বাণিজ্যিক সম্ভাবনা।

সেমিনারে তিনি এ আগ্রহের কথা জানান।

তিনি বলেন, ‘বিদ্যুত-জ্বালানি খাতে পারস্পরিক সহযোগিতার মাধ্যমে কাজ করতে আমরা আগ্রহী। অরুণাচল ও সিকিম প্রদেশে জলবিদ্যুৎ প্রকল্পে এবং ত্রিপুরায় তাপবিদ্যুৎ কেন্দ্রে আমরা অংশ নিতে চাই। ’

তিনি আরও বলেন, ‘বাংলাদেশ যদি এগিয়ে যায়, তবে উত্তর-পূর্ব ভারতও এগোবে। আর উত্তর-পূর্ব ভারতে যদি প্রবৃদ্ধি ভালো হয়, তার প্রভাব ভারতের সামগ্রিক অর্থনীতিতে পড়বে। এসব বিবেচনা করেই মিজোরামে একটি ছোট জলবিদ্যুৎ প্রকল্পে অংশ নেওয়ার সম্ভাব্যতা নিয়ে ভারতের সঙ্গে আলোচনা চলছে। ’

বাংলাদেশ সময়: ১৫২৯ ঘণ্টা, মার্চ ১, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।