ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

পশ্চিমবঙ্গে কারখানা গড়তে চেয়ে ভোক্সওয়াগন গাড়ি সংস্থার চিঠি

কলকাতা বু্রো | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩০ ঘণ্টা, মার্চ ২, ২০১২

কলকাতা: এবার জার্মানির আন্তর্জাতিক গাড়ি সংস্থা ভোক্সওয়াগন পশ্চিমবঙ্গে গাড়ি তৈরির কারখানা স্থাপনে ইচ্ছে প্রকাশ করেছে। কলকাতার কাছেই ২০০ একর জমি চেয়েছে জার্মানির  সংস্থাটি।



গাড়ি ও ট্রাক তৈরি করতে চায় তারা।

রাজ্য প্রশাসন সুত্রে জানা গেছে, ভারতের রেলমন্ত্রী দিনেশ ত্রিবেদী ও রাজ্য সরকারকে তারা এ ব্যাপারে চিঠি দিয়েছেন।

রাজ্যের শিল্পমন্ত্রী পার্থ চ্যাটার্জি মহাকরণে বলেন, ভোক্সওয়াগনের একটি প্রতিনিধিদল শিগগিরই কলকাতায় কারখানা তৈরির সম্ভাবনা ক্ষতিয়ে দেখতে আসবে।

এর আগে ভারতের মহারাষ্ট্রের পুনেতে ভোক্সওয়াগন ৫৭৫ একর জমি নিয়ে একটি কারখানা করেছে। সেখানে ৩৮ হাজার কোটি রুপি বিনিয়োগ করেছে তারা।

সিঙ্গুর থেকে টাটা মোটরসের কারখানা চলে যাওয়ার পরে, গত ডিসেম্বরে তৎকালীন বাম সরকারকে সংস্থার অধিকর্তা আন্দ্রেস বিয়েনরমাক্ল চিঠি দেন। রাজ্যের রাজনৈতিক পরিবর্তনের পর তারা আবার তাদের ইচ্ছে প্রকাশ করেছেন।

ভারতীয় সময়: ১৯২৯ ঘণ্টা, মার্চ ০২, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।