ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

আগরতলা বিমানবন্দরকে আন্তর্জাতিকমানের করার উদ্যোগ

আগরতলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১৫ ঘণ্টা, মার্চ ২, ২০১২

আগরতলা (ত্রিপুরা):  উত্তরপূর্বাঞ্চলের রাজ্যগুলোর মধ্যে বিমান যোগাযোগ ব্যবস্থা উন্নত করার লক্ষ্যে এয়ার হাব হিসেবে উন্নীত করা হবে আগরতলা বিমানবন্দরকে।

এ ব্যাপারে পরিবহন মন্ত্রী মানিক দে জানান, বিমানবন্দরের আধুনিক করার কাজ শেষ হলেই এই বিমানবন্দর আন্তর্জাতিক বিমানবন্দর হিসেবে আত্মপ্রকাশ করবে।



বহুদিন ধরেই রাজ্য সরকার এই বিমানবন্দরটিকে আন্তর্জাতিকমানে উন্নীত করার দাবি জানিয়ে আসছে। আগরতলা বিমান বন্দরের সঙ্গে ঢাকা এবং চট্টগ্রাম বিমানবন্দরের বিমান যোগাযোগ চালু করার কথাও বলছে।

অসামরিক পরিবহন মন্ত্রকের পক্ষ থেকে ত্রিপুরা সরকারকে বলা হয়েছিল ৩০০ একর জমি অধিগ্রহণ করে দেওয়ার জন্য। ওই জমিতেই করা হবে আধুনিক বিমানবন্দর।

কিন্তু রাজ্য সরকারের পক্ষ থেকে এর জন্য প্রয়োজনীয় টাকা কেন্দ্রীয় সরকারকে দিতে বলে। এতে রাজি হয় নি কেন্দ্রীয় সরকার।

পরবর্তী সময়ে ২৮ একর জমি অগ্রাধিকারের ভিত্তিতে অধিগ্রহণ করে কাজ শুরু করা হয়। বর্তমানে যেখানে আগরতলা বিমানবন্দর রয়েছে সেখানেই হচ্ছে আধুনিক বিমানবন্দর তৈরির কাজ।  

পরিবহন মন্ত্রী আরও জানিয়েছেন, কেন্দ্রীয় সংসদীয় কমিটি আগরতলা বিমানবন্দরকে আন্তর্জাতিক করার কথা বলেছিল। কমিটি তাদের রিপোর্টে আগরতলা-ঢাকা, আগরতলা-চট্টগ্রাম রুটে বিমান চালানর কথা প্রস্তাব করেছিল।

এই ব্যাপারে কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহন মন্ত্রককে উদ্যোগ নেওয়ার জন্যও বলা হয়েছে।

বাংলাদেশ সময়: ১২১১ ঘণ্টা, মার্চ ০২, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।