ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

রাজ্যে মাধ্যমিক ও মাধ্যমিক মাদ্রাসা পরীক্ষা শুরু

আগরতলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪০ ঘণ্টা, মার্চ ২, ২০১২

আগরতলা (ত্রিপুরা):  ত্রিপুরায় শুরু হচ্ছে মাধ্যমিক এবং মধ্যমিক মাদ্রাসা পরীক্ষা। শুক্রবার থেকে শুরু হওয়া এ পরীক্ষায় রাজ্যের ৭৯২টি মাধ্যমিক স্কুল থেকে ৪৭ হাজার ৮০১ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে।



১২৯টি সেন্টারে নেওয়া হচ্ছে এবারের মাধ্যমিক এবং মাধ্যমিক মাদ্রাসা পরীক্ষা।

অন্যদিকে, বৃহস্পতিবার থেকে রাজ্যে শুরু হয়েছে উচ্চমাধ্যমিক পরীক্ষা। এবারের পরীক্ষার্থীর সংখ্যা ২৩ হাজার ৬৫২ জন।

রাজ্যের ৩৩২টি উচ্চমাধ্যমিক স্কুল থেকে তারা এবার পরীক্ষায় অংশ নিচ্ছেন। মোট ৬৬টি কেন্দ্রে পরীক্ষা নেওয়া হচ্ছে। পরীক্ষা চলবে ৩১ মার্চ পর্যন্ত।

মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক পরীক্ষা সফলভাবে সম্পন্ন করার জন্য রাজ্যের সব অংশের মানুষের কাছে সহযোগিতা চেয়েছেন ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি অমিতাভ দেবরায়।

এদিকে বিভিন্ন কেন্দ্রীয় শিক্ষা পর্ষদগুলোর মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছে রাজ্যে।

বাংলাদেশ সময়: ১২৪০ ঘণ্টা, মার্চ ০২, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।