ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

মুখ্যমন্ত্রী মমতার ভাইপো আকাশের জামিন মঞ্জুর

কলকাতা বুরো | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৭ ঘণ্টা, মার্চ ২, ২০১২

কলকাতা: অবশেষে জামিন পেলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির ভাইপো আকাশ ব্যানার্জি।

শুক্রবার কলকাতার আলিপুরের ভারপ্রাপ্ত মুখ্য বিচারবিভাগীয় ম্যাজিস্ট্রেট তার জামিনের আর্জি মঞ্জুর করেন।

আকাশের তিন সঙ্গী নীতীশ কুমার সিং, অমিত মিশ্র ও মহম্মদ ফারাউদ্দিনেরও জামিনের আর্জি মঞ্জুর হয়েছে।

এদিন ফের আদালতে তোলা হলে অভিযুক্তদের আইনজীবী তাদের জামিনের আর্জি জানান। তাদের পক্ষ থেকে বলা হয়, অভিযুক্তদের বিরুদ্ধে ৩৫৩নং ধারায় যে মামলা করা হয়েছে। এক্ষেত্রে তা প্রযোজ্য নয়।

পুলিশের ভুমিকা নিয়েও তাদের আইনজীবীরা প্রশ্ন তোলেন। অন্যদিকে সরকারি পক্ষের আইনজীবী অভিযুক্তদের জেল হেফাজতের আর্জি জানালেও বিচারকের বিবেচনার উপরই তা ছেড়ে দেন। শুনানি শেষে ব্যক্তিগত ১ হাজার রুপির বন্ডে তাদের মুক্তি দেওয়ার কথা ঘোষণা করেন বিচারক। পরবর্তী শুনানির দিন ধার্য হয়েছে ১৬ই আগস্ট।

উল্লেখ, গত বুধবার ট্রাফিক সার্জেন্টকে নিগ্রহ করার অভিযোগে মুখ্যমন্ত্রীর ভাইপোসহ ৪ জনকে গ্রেফতার করা হয়। বৃহস্পতিবার তাদের আদালতে তোলা হলে বিচারক ১দিনের জেল হেফাজতের নির্দেশ দেন।

বাংলাদেশ সময়: ১৮১০ ঘণ্টা, মার্চ ০২, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।