ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

শনিবার ফারাক্কা ব্যারেজ পরিদর্শনে আসছেন পবন বনশাল

কলকাতা বুরো | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৫ ঘণ্টা, মার্চ ২, ২০১২

কলকাতা : ভারতের পানিসম্পদ উন্নয়নমন্ত্রী পবনকুমার বনশাল ফারাক্কা ব্যারেজ পরিদর্শনে আসছেন শনিবার। শুক্রবার তার আসার কথা থাকলেও সফর সূচির পরিবর্তন করা হয়েছে।



শুক্রবার বিকেলে বিমানে তিনি নয়াদিল্লি থেকে কলকাতায় পৌঁছবেন। শনিবার সকালে আসবেন মুশির্দাবাদের গঙ্গার ওপর নির্মিত ফারাক্কা ব্যারেজ পরিদর্শনে। সারাদিন থেকে রাতে ফিরে যাবেন কলকাতায়।

পানির তোড়ে গত বছর ২৩ জুন ১৩ নম্বর লকগেট ও ৯ ডিসেম্বর ১৬ নম্বর লকগেট ভেঙে যায়। এর ফলে শুকনো মৌসুমেও গঙ্গার পানি বণ্টন চুক্তির অতিরিক্ত পানি চলে গেছে বাংলাদেশে বলে অভিযোগ করেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের কাছে এ দাবি করেন তিনি।

প্রধানমন্ত্রীর নির্দেশ একটি তদন্ত কমিটি গঠিত হয়। শুরু হয় ভাঙা লকগেট মেরামতের কাজ। এবার সেই মেরামতের কাজ পর্যবেক্ষণ করতে আসছেন পবন বনশাল।

ব্যারেজ কর্তৃপক্ষের একটি সূত্র বাংলানিউজকে জানায়, ইতোমধ্যেই ১৬ নম্বর লকগেট মেরামত শেষ হয়েছে। এই গেট দিয়ে আর পানি যাচ্ছে না। কিন্তু আরো বেশকিছু লকগেট খারাপ অবস্থায় রয়েছে। সেগুলোরও সংস্কার প্রয়োজন।

এসব নিয়ে ও ব্যারেজের ভবিষ্যৎ নিয়ে আধিকারিকদের সঙ্গে বৈঠকও করবেন পানিসম্পদমন্ত্রী।

 বাংলাদেশ সময় : ১৯৪০ ঘণ্টা, মার্চ ২, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।