ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

শেষ হলো ভারতের ৫ রাজ্যের বিধানসভার ভোট

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৫৪ ঘণ্টা, মার্চ ৩, ২০১২

নয়াদিল্লী : ভারতের ৫ রাজ্যের বিধানসভায় এক মাসের ভোটযুদ্ধ শেষ পর্যায়ে। শনিবার উত্তরপ্রদেশে সপ্তম তথা শেষদফা ও গোয়া বিধানসভার ভোটগ্রহণ শেষ হয়েছে।



জানা যায়, উত্তরপ্রদেশের ১০ জেলার ৬০টি আসনে ভোটগ্রহণ করা হচ্ছে। যার মধ্যে রয়েছে বরেলি, পিলিভিট, বিজনোর, শাহজাহানপুরের মতো হাইপ্রোফাইল কেন্দ্রগুলোও। এদিন শেষ দফায় উত্তরপ্রদেশে ভোটগ্রহণ হয় বিজনৌর, মোরাদাবাদ, ভীমনগর, রামপুর, জয়োতিবা, ফুলেনগর, বদায়ুঁ, বরেলি, পিলভিট, সাজাহানপুর এবং লখিমপুর-খেরি জেলার ৬০টি বিধানসভা কেন্দ্রে।
নির্বাচনে মোট এক কোটি বিরাশি লাখ ভোটার ৯৬২ জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ করেন।

এদিন উত্তরপ্রদেশে যে হেভিওয়েট প্রার্থীদের ভাগ্য নির্ধারণ হয়েছে তার মধ্যে রয়েছেন সমাজবাদী পার্টির আজম খান, মায়াবতী সরকারের মন্ত্রি ওমবতী, বিএসপি সাংসদ যুগল কিশোরের ছেলে সৌরভ কিশোর প্রমুখ।

২০০৭ সালে বিধানসভা নির্বাচনে এই অঞ্চলে চমকপ্রদ সাফল্য পেয়েছিল মায়াবতীর বহুজন সমাজ পার্টি। এবারও তারই পুনরাবৃত্তি হয় কি না সেদিকে নজর রয়েছে গোটা ভারতের।

তবে ইতিমধ্যেই পরিবর্তনের পূর্বাভাস দিয়ে রেখেছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। বিভিন্ন সংবাদমাধ্যমের এক্সিট পোলে দেখা যাচ্ছে, দৌড়ে অনেকটাই এগিয়ে মুলায়ম সিং-এর সমাজবাদি পার্টি। সেদিক থেকে বেশ পিছিয়েই রয়েছে মায়াবতীর বিএসপি। তবে তুলনামূলক ভাবে ভাল ফল করতে চলেছে কংগ্রেস। আসন কমছে বিজেপির। কিন্তু কোনো দলই একক সংখ্যা সংখ্যাগরিষ্ঠতা পাচ্ছে না এটা প্রায় নিশ্চিত। এবং সম্ভবত ত্রিশঙ্কু হতে চলেছে উত্তরপ্রদেশ বিধানসভা। আগামী ৬ মার্চ রাজ্যে ৪০৩টি বিধানসভা কেন্দ্রের ভোটগণনা।

এদিকে উত্তরপ্রদেশের মত অন্যান্য রাজ্যেও তুলনামূলক ভাবে ভাল ফল করতে চলেছে কংগ্রেস। রাজনৈতিক বিশেষজ্ঞদের ধারণা, উত্তরাখণ্ড এবং পাঞ্জাবে সংখ্যাগরিষ্ঠতা পাচ্ছে কংগ্রেসই।

বিভিন্ন পত্রিকার এক্সিট পোলের হিসাবে, উত্তরাখণ্ডে ৩২ থেকে ৪২টি আসন পেতে পারে কংগ্রেস। অন্যদিকে, পাঞ্জাবে কংগ্রেসের ঝুলিতে পড়তে পারে ৫৮ থেকে ৬২টি আসন। গোয়াতেও আবার ক্ষমতা ধরে রাখার সম্ভাবনা প্রবল কংগ্রেসের। তেমন হলে দেশের বর্তমান আর্থ-সামাজিক-রাজনৈতিক পরিস্থিতিতে এই ফল কংগ্রেসের পক্ষে বেশ আশাব্যাঞ্জক হবে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

এছাড়া গোয়া বিধানসভার সবকটি আসনেও এদিন ভোট নেওয়া হয়েছে। এখানকার ৪০টি আসনের ২১৫ প্রার্থীর ভাগ্যনির্ধারণ করেন ১০ লক্ষ ২৫ হাজার ভোটার। সকাল সাতটা থেকে শুরু হয় ভোটগ্রহণ। এদিকে নির্বাচনকে কেন্দ্র করে দুই রাজ্যেই নেয়া হয় কঠোর নিরাপত্তা।
উল্লেখ্য, উত্তরপ্রদেশসহ মনিপুর পাঞ্জাব, উত্তরাখণ্ড এবং গোয়া, এই ৫ রাজ্যের বিধানসভা নির্বাচনের ভোটগণনা ৬ মার্চ।

বাংলাদেশ সময়: ২৩৫০ ঘণ্টা, মার্চ ০৩, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।