ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

শাসক ও বিরোধীদলের পাল্টাপাল্টি মিছিলে অবরুদ্ধ কলকাতা

কলকাতা ব্যুরো | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২১৪ ঘণ্টা, মার্চ ৪, ২০১২

কলকাতা : শাসকদল আর বিরোধীদলের মিছিল পাল্টা মিছিলে অবরুদ্ধ হলো কলকাতা শহর। একইদিনে শহরের দু’প্রান্তে বের হলো সরকার ও বিরোধীদের মিছিল।



রাজ্য সরকারে থাকলেও বাম বিরোধিতায় সরব তৃণমূল। বৃহস্পতিবারের পর শনিবার একই ইস্যুতে একই স্থানে দু’বার মিছিল করলো তারা।

২৮ ফেব্র‍ুয়ারি হরতালের দিন যাদবপুরে সিপিএমের পার্টি অফিসে ভাঙচুরের অভিযোগে সাবেক মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের নেতৃত্বে যাদবপুরে একটি মিছিল বের হয়। তার ২৪ ঘন্টা বাদেই তৃণমূলের নেতারা মিছিল বের করেন।

এদিন একই দাবিতে সিপিএমের কুৎসা ও সন্ত্রাসের বিরুদ্ধে তৃণমূল আবারো মিছিল বের করে। নেতৃত্বে থাকেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । গাঙ্গুলিবাগানে প্রথমে সভা হয়। তারপরে সেখান থেকে মিছিল যাদবপুর এইট-বি বাসস্ট্যান্ডে এসে পৌঁছায়।

অপরদিকে বাগুইআটি থেকে নারায়ণপুরে সিপিএম মিছিল করে। তাদের নেতৃত্ব দেন বামফ্রন্ট চেয়ারম্যান সিপিএম নেতা বিমান বসু। রাজারহাটে হরতালের দিন সিপিএম-তৃণমূল সংঘর্ষের জেরে ২১ জনকে গ্রেফতার করা হয়। তারই প্রতিবাদে বামেরা এদিনে মিছিল করে।

এদিকে মিছিলকে কেন্দ্র করে দু’পক্ষের শক্তি প্রদর্শনের শিকার হলেন সাধারণ মানুষ। তৃণমূলের মিছিলকে কেন্দ্র করে দক্ষিণ কলকাতায় ব্যাপক যানজটের সৃষ্টি হয়। অন্যদিকে সিপিএমের মিছিলের কারণে বেশকিছু সময় অবরুদ্ধ হয়ে পড়ে ভিআইপি রোড।
ভারতীয় সময় : ১০৪৫ ঘণ্টা, মার্চ ৪, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।