ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

আটক মাওবাদীদের কাছ থেকে ৪০ লাখ রুপি উদ্ধার

কলকাতা ব্যুরো | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৭ ঘণ্টা, মার্চ ৪, ২০১২

কলকাতা: আটক ৫ মাওবাদীকে জেরা করে কলকাতার বিভিন্ন জায়গায় তল্লাশি চালিয়ে উদ্ধার করা হয়েছে নগদ ৪০ লাখ রুপি।

এছাড়াও গুরুত্বপূর্ণ নথিপত্র, রকেট লঞ্চার সহ প্রচুর অস্ত্র-শস্ত্রও উদ্ধার হয়েছে বলে কলকাতা পুলিশের স্পেশাল ট্যাক্স ফোর্স(এসটিএফ) সূত্রের খবর।



গত বুধবার দুপুরে কলকাতা থেকে গ্রেফতার হয় মাওবাদী কেন্দ্রীয় কমিটির সদস্য রামাকৃষ্ণণ, দীপক কুমারসহ ৫ মাওবাদী। তাদেরকে দফায় দফায় জেরা করছে এসটিএফ।

শনিবার রাতে তাদেরকে জেরা করেই শহরের বিভিন্ন এলাকায় তল্লাশি চালানো হয়। মোট ৪০ লাখ রুপি উদ্ধার হয়েছে। এছাড়াও লিঙ্কম্যান সন্দেহে শহরতলীর বেলঘরিয়া থেকে ৩ জনকে আটক করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬৩০ ঘণ্টা, মার্চ ০৪, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।