ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

মুসলিম ছাত্রীদের জন্য ত্রিপুরায় নতুন বৃত্তি ঘোষণা

আগরতলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৯ ঘণ্টা, মার্চ ৪, ২০১২

আগরতলা (ত্রিপুরা):  মুসলিম অংশের মানুষের জন্য একটি নতুন পরিকল্পনা হাতে নিচ্ছে ত্রিপুরা রাজ্য সরকার।

মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষায় মুসলিম সম্প্রদায়ের যে সব মেয়ে ভালো নম্বর পাবে তাদের জন্য বিশেষ একটি বৃত্তি চালু করা হচ্ছে।

তাদের প্রত্যেককে একটি স্বর্ণপদক এবং নগদ পাঁচ হাজার টাকা পুরস্কার দেবে সরকার। এই বৃত্তির নাম দেয়া হয়েছে বেগম রোকেয়া মেধা বৃত্তি। অর্থমন্ত্রী বাদল চৌধুরী জানিয়েছেন এ খবর।

মন্ত্রী জানান, বর্তমানে ২৬ হাজার ১৪৯ জন মুসলিম ছেলে-মেয়েকে বিভিন্ন ধরনের বৃত্তি দেয়া হচ্ছে। মুসলিম সম্প্রদায়ের মানুষের আর্থ-সামাজিক উন্নয়নে সরকার দায়বদ্ধ।

বিরোধীরা নতুন বৃত্তি চালু করা প্রসঙ্গে বলেছেন, আগামী বছর রাজ্যে বিধান সভা নির্বাচন। সেদিকে লক্ষ্য রেখেই সরকার সংখ্যালঘু তোষণে পরিকল্পনা নিচ্ছে। কারণ, রাজ্যের ভোটারদের মধ্যে নয় শতাংশ মুসলিম সখ্যালঘু।

মন্ত্রী বাদল চৌধুরী বলেছেন, রাজ্যের ৭২টি এলাকা চিহ্নিত করা হয়েছে। ওই এলাকাগুলোতে মুসলিম অংশের মানুষের বসবাস বেশি। ওই এলাকাগুলোর নিবিড় উন্নয়নে পরিকল্পনা নেওয়া হয়েছে। এর জন্য আলাদা টাকাও ধরা হয়েছে বাজেটে।

বাংলাদেশ সময়: ১৭৫২ ঘণ্টা, মার্চ ০৪, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।