ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

ভারতের ৮০ শতাংশ শিশু বিদ্যালয়ে হেনস্থ হচ্ছে

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৫৭ ঘণ্টা, মার্চ ৬, ২০১২

নয়াদিল্লি: ভারতের ৮০ শতাংশ শিশুকে বিদ্যালয়ে হেনস্থা করা হয়। জাতীয় শিশু অধিকার সুরক্ষা কমিশনের যে প্রতিবেদনে প্রকাশ হয়েছে, তা নিসঃন্দেহে চাঞ্চল্যকর।

বিদ্যালয়ে শাসনের নামে ছাত্রদের ঠিক কতটা শাস্তি দেওয়া হয় তা খতিয়ে দেখতেই এই সমীক্ষা চালিয়েছিল ন্যাশনাল কমিশন ফর প্রোটেকশন অব চাইল্ড রাইট (এনসিপিসিআর)।

২০০৯-১০ সালের শিক্ষাবর্ষে এই সমীক্ষা চালানো হয়েছিল।

সাধারণ শাস্তি তো বটেই, এই প্রতিবেদনে দেখা যাচ্ছে সাম্প্রতিক সময়ে বেশ কিছু স্কুলে শিশুদের ইলেক্ট্রিক শক দেওয়ারও নজির রয়েছে ভারতে।

এর মধ্যে, ৬ হাজার ৬৩২টি শিশুর মধ্যে মাত্র ৯টি শিশু কোনও রকম শাস্তি পায়নি বলে জানিয়েছে সমীক্ষকদের।

শিক্ষকেরা প্রায়ই শিশুদের বলেন, ‘তোমার দ্বারা পড়াশুনা করা সম্ভব নয়। ’

প্রতিবেদনে অনুযায়ী, দেশের ৮০ শতাংশ শিশুকেই সহপাঠীদের সামনে এভাবে নিয়মিত অপমানের শিকার হতে হয়। সমীক্ষায় ৭৫ শতাংশ ছাত্র বেত দিয়ে মারার কথা জানিয়েছে। আর শিক্ষকের হাতে চড় খাওয়ার কথা স্বীকার করেছে ৬৯ শতাংশ ছাত্র।

বিদ্যালয়ে ছাত্রদের মানসিক এবং শারীরিক শাস্তি বন্ধ করতে ওই সমীক্ষার প্রতিবেদনের ভিত্তিতে সোমবার একটি আচরণবিধি প্রকাশ করা হয়েছ বলে শিশু অধিকার সুরক্ষা কমিশন সূত্রে জানা গেছে।

বাংলাদেশ সময়: ০৮৫৭ ঘণ্টা, মার্চ ০৬, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।