ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

পাঞ্জাবে ফের ক্ষমতায় অকালি দল বিজেপি জোট

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩৪ ঘণ্টা, মার্চ ৬, ২০১২

নয়াদিল্লি: ভোট পণ্ডিতদের ভবিষ্যবাণী ভুল প্রমাণিত করে ফের আগামী পাঁচ বছরের জন্য পাঞ্জাবের রাজ্যপাট কায়েম করতে চলেছেন প্রকাশ সিং বাদল।

ভোট গণনার স্পষ্ট ইঙ্গিত, পঞ্চনদের তীরে ৫ বছর অন্তর রাজনৈতিক পালাবদলের ঐতিহ্যে ইতি টেনে দিতে চলেছেন শিরোমণি অকালি দলের সভাপতি।



জোটসঙ্গী বিজেপিকে সঙ্গে নিয়ে ১১৭ আসনের পাঞ্জাব বিধানসভায় সরকার গড়ার জন্য প্রয়োজনীয় ‘ম্যাজিক ফিগার’ ৫৯-এ পৌঁছে যাচ্ছে তার দল।

বিধানসভা ভোটের আগে প্রকাশ সিং বাদলের ভাইপো তথা রাজ্যের অর্থমন্ত্রী মনপ্রীত বাদল শিরোমণি অকালি দল ছেড়ে পিপলস পার্টি অফ পঞ্জাব গঠন করলেও তার কোনও নেতিবাচক প্রভাব পড়েনি এনডিএ জোটের ভোট-ভাগ্যে।

মালওয়া অঞ্চলের শিখ-দলিত সম্প্রদায়ের ভোট এবং শহরাঞ্চলের বাসিন্দারা কিছুটা বিমুখ হলেও সবুজ বিপ্লবের সুফল পাওয়া গ্রামের কৃষক সম্প্রদায়ের বাদল পরিবারের প্রতি আনুগত্য এখনও অটুট।

ক্যাপ্টেন অমরিন্দর সিং বা রাজিন্দর কউর ভট্টলের মতো সাবেক কংগ্রেসি মুখ্যমন্ত্রীরা তাতে চিড় ধরাতে পারেননি। মাঝা এবং দউবা অঞ্চলে অকালি জোটের ভালো ফলই তার প্রমাণ।

তবে শহরাঞ্চলে কংগ্রেসের ফল ভালো হওয়ায় শিরোমণি অকালি দলের জোট শরিক বিজেপি কিছুটা ধাক্কা খেয়েছে। ২০০৭ সালের বিধানসভা ভোটে অকালি দল ৪৮ এবং বিজেপি ২৩ আসনে জিতেছিল। কংগ্রেসের দখলে ছিল ৪৪টি। নির্দল প্রার্থীরা জিতেছিলেন ৫টি কেন্দ্রে।

এবার বিজেপির আসন কিছুটা কমলেও নবগঠিত পঞ্জাব বিধানসভায় প্রকাশ সিং বাদলের দলের শক্তিবৃদ্ধি ঘটছে বলেই গণনার স্পষ্ট পূর্বাভাস।

ভোট গণনার শেষ পাওয়া ‘প্রবণতা’ অনুয়ায়ী রাজ্যের ১১৭টি কেন্দ্রের মধ্যে অকালি দল ৫৩, বিজেপি ১১ এবং কংগ্রেস ৪৪টি আসন পেতে পারে। পিপিপি-বাম জোট এবং নির্দলরা জিততে পারেন ৩টি কেন্দ্রে।

বাংলাদেশ সময়: ১২২০ ঘণ্টা, মার্চ ০৭, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।