ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

উত্তরাখণ্ডে সরকার গড়তে আঞ্চলিক দলগুলো প্রধান ফ্যাক্টর

সিনিয়র করেসপেন্ডন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৭ ঘণ্টা, মার্চ ৬, ২০১২

নয়াদিল্লি : হিমালয় ঘেরা পাহাড়ি রাজ্যের ৭০ আসন বিশিষ্ট উত্তরাখণ্ড বিধানসভায় প্রধান যুযুধান দুই প্রতিপক্ষ বিজেপি এবং কংগ্রেস কোনো দলই সরকার গড়ার জন্য প্রয়োজনীয় ম্যাজিক ফিগার ৩৬-এ পৌঁছাতে পারছে না। ফলে নির্ণায়ক ভূমিকায় আসতে চলেছেন বিএসপি, উত্তরাখণ্ড ক্রান্তি দল ও নির্দলীয় বিধায়করা।



গতবারের বিধানসভা ভোটেও উত্তরাখণ্ডে কোনো দল নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পায়নি।

২০০৭ সালের বিধানসভা ভোটে রাজ্যে বিজেপি ৩৪ এবং কংগ্রেস ২১টি কেন্দ্রে জিতেছিল। বিএসপি ৮, উত্তরাখণ্ড ক্রান্তি দল ৩ এবং নির্দলীয় প্রার্থীরা তিনটি আসনে জয়ী হয়েছিল। পরে উত্তরাখণ্ড ক্রান্তি দল এবং নির্দলীয়দের সমর্থনে সরকার গড়ে বিজেপি।

এবারের ভোটে প্রায় সমসংখ্যক আসনে জয়ী হতে চলেছে কংগ্রেস ও বিজেপি। দু`দলের ভাগ্যেই জুটতে পারে ৩০টির কাছাকাছি আসন। বিএসপি ৫ এবং নির্দলীয় ও অন্যদের দখলে যেতে পারে ৫টি কেন্দ্র।

এই পরিস্থিতিতে ইতোমধ্যেই বিধায়ক কোনাবেচার দৌড় শুরু হয়েছে গাড়োয়াল-কুমায়ুনের মুলুকে।

রাজ্য বিজেপির তরফে ইতোমধ্যেই বিএসপির সঙ্গে হাত মিলিয়ে সরকার গঠনের ইঙ্গিত দেওয়া হয়েছে।

রাজ্য বিজেপির দুই হেভিওয়েট নেতা, মুখ্যমন্ত্রী ভুবনচন্দ্র খাণ্ডুরি কোটদ্বার এবং সাবেক মুখ্যমন্ত্রী রমেশ পোখরিয়াল নিশঙ্ক দইওয়ালা কেন্দ্রে এগিয়ে রয়েছেন।

অন্যদিকে, রুদ্রপ্রয়াগ কেন্দ্রে এগিয়ে রয়েছেন বর্তমান বিরোধী দলনেতা কংগ্রেসের হরক সিং রাওয়াত।

বাংলাদেশ সময় : ১৫১৩ ঘণ্টা, মার্চ ৬, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।