ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

পশ্চিমবঙ্গের বিধানসভার বাজেট অধিবেশন একদিন পিছলো

কলকাতা ব্যুরো | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪২ ঘণ্টা, মার্চ ৬, ২০১২

কলকাতা: মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সময় দিতে পারবেন বলে পশ্চিমবঙ্গ রাজ্য বিধানসভায় বাজেট অধিবেশন একদিন পেছালো।

মঙ্গলবার এই কথা জানান বিধানসভার স্পিকার বিমান ব্যানার্জি।

এটা বিধানসভার ইতিহাসে বিরল ঘটনা বলে বিশ্লেষকরা দেখছেন।

পেছানের কারণ হিসেবে জানানো হয়েছে, ১৪ মার্চ নন্দীগ্রামের বাৎসরিক অনুষ্ঠানে অংশ নিতে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সেখানে যাবেন। তাই তিনি অধিবেশনে উপস্থিত থাকতে পারবেন না।

শিল্পমন্ত্রী পার্থ চ্যাটার্জি এই অনুরোধ নিয়ে রাজভবনে রাজ্যপাল এম কে নারায়ণনের সঙ্গে দেখা করেন। ১৪ মার্চের পরিবর্তে ১৫ মার্চ বাজেট অধিবেশন শুরু হবে।

২৩ মার্চ অর্থমন্ত্রী অমিত মিত্র নতুন সরকারের পূর্ণাঙ্গ বাজেট পেশ করবেন।

সরকারে আসার পরে বিধানসভায় ‘ভোট অন অ্যাকাউন্ট’ পেশ করে তৃণমূল। সে অর্থে এই প্রথম তারা রাজ্যের পূর্ণাঙ্গ বাজেট পেশ করতে চলেছে।

এদিকে, ইউপিএ সরকার কেন্দ্রে ১৬ মার্চ বাজেট পেশ করবে। এর কদিন বাদে রাজ্য বাজেট পেশ করা হবে। বিশেষ সূত্রের খবর, রাজ্য বাজেটে এবার কৃষির ওপরে অধিক গুরুত্ব দিয়েছে।

বাংলাদেশ সময়: ১৫৩৩ ঘণ্টা, মার্চ ০৬, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।