ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

আসাম বিশ্ববিদ্যালয়ের ডি-লিট পেলেন হাসান আজিজুল হক

আসাম সংবাদদাতা | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৫৪ ঘণ্টা, মার্চ ৬, ২০১২
আসাম বিশ্ববিদ্যালয়ের ডি-লিট পেলেন হাসান আজিজুল হক

আসাম: বাংলাদেশের বিশিষ্ট সাহিত্যিক হাসান আজিজুল হককে সম্মানসূচক ডি-লিট ডিগ্রি দিয়েছে আসাম বিশ্ববিদ্যালয়। মঙ্গলবার আসামের শিলচরে বিশ্ববিদ্যালয়ের বিশেষ সমাবর্তনে ভারতের অর্থমন্ত্রী প্রণব মুখার্জিসহ ৭ জনকে সম্মানসূচক এ ডি-লিট ডিগ্রি তুলে দেন আসামের রাজ্যপাল জানকি বল্লভ পট্টনায়ক।



ডি-লিট পাওয়া অন্য ৫ জন হলেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিদ্যার অধ্যাপক অরুণ কুমার শর্মা, ভারতের অর্থ মন্ত্রণালয়ের প্রধান অর্থনৈতিক উপদেষ্টা কৌশিক বাসু, জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য বারিদ বরণ ভট্টাচার্য, বিশিষ্ট অসমিয়া সাহিত্যিক মামনি রায়শম গোস্বামী (মরণোত্তর) এবং বিশ্ব ভারতীর অধ্যাপক সৌমেন্দ্র নাথ বন্দোপাধ্যায়।

ভারতের অর্থমন্ত্রী প্রণব মুখার্জি অবশ্য আসাম বিশ্ববিদ্যালয়ে উপস্থিত হতে পারেননি। তার বদলে বড় ভাই ও বিশ্বভারতীর প্রাক্তন অধ্যাপক পীযুষ মুখার্জি পদক নেন। এছাড়া মরণোত্তর ডি-লিট পাওয়া মামনি গোস্বামীর পক্ষে তার ভাইপো অনিল কুমার গোস্বামী পদক নেন।  

ডি-লিট ডিগ্রি নেওয়ার পর দেওয়া বক্তব্যে হাসান আজিজুল হক বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, ‘আমি কি লিখি, তা নিজেই জানি না। আমার লেখা শুধুই মানবতার উদ্দেশ্যে। ’

সমাবর্তন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আসাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. তপোধীর ভট্টাচার্য।

বাংলাদেশ সময়: ২২৩৭ ঘণ্টা, মার্চ ০৬, ২০১২ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।