ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

ফেনী নদীর জলশোধনে আপত্তি নেই ঢাকার:ভারত

আগরতলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৭ ঘণ্টা, মার্চ ৭, ২০১২
ফেনী নদীর জলশোধনে আপত্তি নেই ঢাকার:ভারত

আগরতলা (ত্রিপুরা) :  ফেনী নদীর ওপর পানীয় জল পরিশোধন প্রকল্প গড়ার ক্ষেত্রে জটিলতা কেটে গেছে। প্রকল্প স্থাপনের ক্ষেত্রে বাংলাদেশ সরকার আপত্তি তুলে নিয়েছে।

মঙ্গলবার ত্রিপুরার অর্থমন্ত্রী বাদল চৌধুরী এমন কথাই বলেছেন।

প্রকল্প এলাকা সীমান্তের জিরো লাইন থেকে ১৫০ গজের মধ্যে বলে বাংলাদেশ সরকার এর বিরোধিতা করে আসছিল।

অর্থমন্ত্রী বাদল চৌধুরী জানিয়েছেন, সাব্রুমের ফেনি নদীতে জল পরিশোধন প্রকল্প গড়তে বাংলাদেশ সরকার রাজি হয়েছে। তাদের আর কোনো আপত্তি নেই বলে জানিয়েছে।

তিনি জানান, সোমবার সাব্রুমে ভারত-বাংলাদেশ প্রতিনিধিদের মধ্যে একটি বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে বাংলাদেশের পক্ষ থেকে বলা হয়, তাদের আর কোনো আপত্তি নেই। ওই বৈঠকে প্রকল্পটি নিয়ে আলোচনা হয় এবং তার মীমাংসা হয়।

দীর্ঘদিন ধরেই সাব্রুমের ফেনী নদীর ওপর জল পরিশোধনের এই প্রকল্পটি আটকে আছে। বাংলাদেশ সরকার এটির নির্মাণ কাজে বাধা দিয়ে আসছিল। কারণ প্রকল্প এলাকা সীমান্তের জিরো লাইন থেকে ১৫০ গজের মধ্যে।

শেষ পর্যন্ত বাংলাদেশ তাদের আপত্তি প্রত্যাহার করে নেওয়ায় আনন্দ প্রকাশ করেন অর্থমন্ত্রী। তিনি বলেন দ্রুত আমরা কাজ শুরু করবো।

বাংলাদেশ সময়: ১২৪৪ ঘণ্টা, মার্চ ০৭, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।