ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

আজ রঙের উৎসব

রক্তিম দাশ, ব্যুরো চিফ, কলকাতা | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০৪ ঘণ্টা, মার্চ ৮, ২০১২
আজ রঙের উৎসব

কলকাতা: আজ দোল। গোটা বাংলা মেতেছে রঙের খেলায়।

লাল, নীল, হলুদ, সবুজ, বাঁদুরে ... হরেক কিসিমের রং। কচিকাঁচারা বালতিতে রং গুলে বাড়ির ছাদ থেকে কিংবা বাড়ির চৌহদ্দির মধ্যেই পথচারীদের পিচকিরি দিয়ে রং দিচ্ছে সকাল থেকে।

এক এক বয়সে এক এক স্বাদের দোল। আবার কিছু মানুষের কাছে দোলের দিন মানেই বন্দিদশা। বছরের একটি দিনও দেহের রং বদলানো যাবে না এই দৃঢ় প্রতিজ্ঞায় দরজায় খিল দিয়ে সেই যে ঘরে ঢুকবেন, ব্যাস, বিকেলের আগে বন্দিমুক্তির সম্ভ‍াবনাই নেই। যতক্ষণ দরজার ওপারে রঙের উল্লাস, ততক্ষণ ‘নো এন্ট্রি’। আবার অনেকে একগাল হেসে বলেন, ‘আমার রং খেলা দেখতে ভালো লাগে। খেলতে ভালো লাগে না। ’

আমরা কিন্তু রঙিনদের দলেই। বছরের একটা দিন যদি শরীরটাও রঙিন হয়, তাহলে ক্ষতিটা কি? আরে বাবা, মন রঙিন না হলে কি রং খেলা যায়? চুটিয়ে রং মাখব। মাখাবো। এটাই তো এই দিনটার চিরাচরিত মজা। মনের মানুষটাকে একটু ছোঁয়ার ‘ছুতো’-ও তো এই উৎসব। বাঁধন ছাড়া, নিয়ম ভাঙার দিন।

এই একটা দিন কৈশোরটাকেও তো ফিরে পাওয়া যায়। হাজার হাজার বছর ধরে এই উৎসবটাকে বাঁচিয়ে রাখতে গেলে তো শুধুই রং মাখালে চলবে না। রং তো মাখতেও তো হবে। তবেই তো রঙের উৎসবের পরিপূর্ণতা।

রঙের উৎসব যেন ফিকে না হয় তা নিশ্চিত করতে তৎপর কলকাতা পুলিশ। রঙের উৎসবে যেকোনও ধরণের অপ্রতিকর ঘটনা এড়াতে সতর্ক পুলিশ-প্রশাসন।

 কলকাতার রাজপথে জোর করে রঙ লাগালেই গ্রেফতার করা হবে, হুঁশিয়ারি পুলিশের। পুলিশের পক্ষ থেকে নেওয়া হয়েছে বেশ কিছু সতর্কতামূলক ব্যবস্থা। এদিন অতিরিক্ত ৮ হাজার পুলিশ শহরের রাস্তায় নজরদারি চালাচ্ছে।

সতর্ক করা হয়েছে কলকাতার থানাগুলিকে। শহরের বিভিন্ন জায়গায় ৫০০টিরও বেশি পুলিশ পিকেট করা হয়েছে। গুরুত্বপূর্ণ ক্রসিং গুলিতে মোতায়েন রয়েছে পুলিশ। বহুতল ভবনগুলোর ছাদগুলিতেও চলবে নজরদারি।

মোবাইল ভ্যানে করে কুইক রেসপন্স টিম শহরের বিভিন্ন জায়গায় নজরদারি চালাবে। প্রস্তুত রাখা হয়েছে রেডিও ফ্লাইং স্কোয়াড ও হাই রেডিও ফ্লাইং স্কোয়াড। রাস্তাঘাটে কোনও গণ্ডগোল চোখে পড়লেই দ্রুত ব্যবস্থা নেবে এই স্কোয়াড।

গঙ্গার ঘাটগুলিতে প্রস্তুত রাথা হবে বিপর্যয় মোকাবিলা দল। ইভটিজিং রুখতে সাদা পোশাকে নজরদারি চালাবে পুলিশ। মাতাল অবস্থায় গাড়ি চালালে নেওয়া হবে ব্যবস্থা।

উচ্চপদস্থ পুলিশ আধিকারিকেদর সড়কে নেমে পরিস্থিতির ওপর নজর রাখতে বলা হয়েছে। যেকোনও অভিযোগ থাকলেই কন্ট্রোল রুমে ফোন করে জানাতে বলা হয়েছে।

বহুতলের ছাদ থেকে নিচে রঙ ছুঁড়লেই ব্যবস্থা নেবে পুলিশ। বড়বাজার, পোস্তা, জোড়াসাঁকোসহ মধ্য কলকাতার বেশ কিছু অঞ্চলে প্রতিবছরই দোলের সময় গণ্ডগোলের খবর পাওয়া যায় বলে পুলিশ সূত্রে খবর। এই সমস্ত অঞ্চলগুলিতে চলবে বাড়তি নজরদারি। মাধ্যমিক পরীক্ষা চলায় মাইক বাজানোর ওপর জারি হয়েছে নিষেধাজ্ঞা।

বাংলাদেশ সময়: ১০৫০ ঘণ্টা, মার্চ ০৮, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।