ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

চিট ফান্ডের ওপর কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি রাজ্য সরকারের

আগরতলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫০ ঘণ্টা, মার্চ ৮, ২০১২

আগরতলা (ত্রিপুরা):  নন ব্যাংকিং ফিনান্স কোম্পানি বা চিট ফান্ডগুলোর ওপর কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানালো রাজ্য সরকার। এর জন্য শক্ত আইন প্রণয়নেরও দাবি করছে রাজ্য।

অর্থমন্ত্রী বাদল চৌধুরী জানিয়েছেন এ খবর।

তিনি বলেন, ‘কেন্দ্রীয় সরকারের কোনো শক্তিশালী আইন নেই চিট ফান্ডগুলোকে নিয়ন্ত্রণ করার জন্য। রাজ্যের আইন আছে। তা দিয়েই রাজ্য এদের মোকাবিলা করছে।

রাজ্যে বর্তমানে ১১৭টি নন ব্যাংকিং ফিনান্স কোম্পানি বা চিট ফান্ড কাজ করছে। প্রতি বছর বাড়ছে এদের সংখ্যা।

এসব সংস্থার মন ভোলানো সব প্রকল্পে এবং কথায় আকৃষ্ট হয়ে মানুষ তাদের কাছে ছুটে যাচ্ছেন। তাদের কথা বিশ্বাস করে বিরাট অংশের মানুষ নিজেদের জমানো সব টাকা খুইছেন।

অর্থমন্ত্রী জানান, এসব সংস্থাকে ব্যবসা করার অনুমোদন দেয় ভারতীয় রিজার্ভ ব্যাংক। কিন্তু তাদের কাজকর্ম তেমনভাবে পরীক্ষা করা হয় না। এর সুযোগ নিয়ে এরা সাধারণ মানুষকে সর্বস্বান্ত করছে।

তিনি বলেন, ‘কিছু কিছু ক্ষেত্রে রাজ্য সরকার ব্যবস্থা নিচ্ছে। কয়েকটি ক্ষেত্রে জরিমানাও আদায় করা হয়েছে। বেশ কিছু নন ব্যাংকিং ফিনান্স কোম্পানি বা চিট ফান্ডের অফিস বন্ধ করে দেওয়া হয়েছে রাজ্যে।

কিন্তু এটাই যথেষ্ট নয়। যদি কেন্দ্রীয় সরকার এদের বিরুদ্ধে কঠিন আইন তৈরি করে ব্যবস্থা নেয় তবেই সধারণ মানুষকে রক্ষা করা যাবে প্রতারকদের হাত থেকে। ’

অর্থ মন্ত্রী আরও বলেন, ‘২০০২ সালে প্রথম সব রাজ্যের অর্থমন্ত্রীদের বৈঠকে আমরা এসব নন ব্যাংকিং ফিনান্স কোম্পানি বা চিট ফান্ডগুলো বিরুদ্ধে আইন তৈরি করার দাবি জানিয়েছিলাম। কিন্তু ১০ বছর হয়ে গেলেও এখন পর্যন্ত কিছুই হয়নি। ’

উল্লেখ্য, গত কয়েক বছর ধরে ত্রিপুরায় নন ব্যাংকিং ফিনান্স কোম্পানি বা চিট ফান্ডগুলোর দৌরাত্ম্য খুব বেড়ে গেছে। এদের সামলাতে হিমশিম খাচ্ছে রাজ্য সরকার। আগামী বিধান সভা নির্বাচনে নন ব্যাংকিং ফিনান্স কোম্পানি বা চিট ফান্ড ইস্যু বড় বিষয় হতে জাচ্ছে ভোট প্রচারের ক্ষেত্রে।

বাংলাদেশ সময়: ২০৪৮ ঘণ্টা, মার্চ ০৮, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।