ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

ভারতের অন্তর্বর্তী ভোট নিয়ে সুর পাল্টালেন রেলমন্ত্রীর

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৮ ঘণ্টা, মার্চ ৮, ২০১২
ভারতের অন্তর্বর্তী ভোট নিয়ে সুর পাল্টালেন রেলমন্ত্রীর

নয়াদিল্লি: ভারতের অন্তর্বর্তী লোকসভা নির্বাচনের কথা বলেও ১৮০ ডিগ্রি ঘুরে গেলেন রেলমন্ত্রী দীনেশ ত্রিবেদী।

বৃহস্পতিবার তিনি বলেছেন, ‘অন্তর্বর্তী নির্বাচন নিয়ে তার মন্তব্য স্রেফ রাজনৈতিক বিশ্লেষণ।

ওটা কোনো রাজনৈতিক বক্তব্য নয়, এমনকী তার দলের বক্তব্যও নয়। ’

বিতর্কটা তৈরি করেছিলেন তৃণমূল নেতাই নিজেই। ভারতের ৫ রাজ্যের ভোটের ফল পর্যালোচনা করতে গিয়ে বৃহস্পতিবার সকালে তিনি বলেছিলেন, ‘দেশজুড়ে কংগ্রেস বিরোধী ঢেউ ওঠে থাকলে এবং অন্য দলগুলো দাবি তুললে সরকারের অন্তর্বর্তী নির্বাচনের পথে যাওয়া উচিত। ’

এখানেই না থেমে রেলমন্ত্রী আরও বলেছিলেন, ‘দুবছরে পরে না হয়ে ভোট এখন হলে সম্ভবত তৃণমূলও খুশি হবে। আমি ওই অবস্থায় থাকলে সেটাই করতাম। ’

ইউপিএ জোটের দ্বিতীয় বৃহত্তম দলের নেতার মন্তব্য নিয়ে বিতর্ক শুরু হতেই বক্তব্য পাল্টে ফেলেন রেলমন্ত্রী।

পরে তিনি বলেন, আশা করি, এই সরকার মেয়াদ পূর্ণ করবে। নির্বাচন অত্যন্ত ব্যয়বহুল প্রক্রিয়া, তাই আমরা কেউই অন্তর্বর্তী নির্বাচন চাই না। ’

সমাজবাদী পার্টি ও বিজেপির অন্তর্বর্তী নির্বাচনের দাবি সম্পর্কে রেলমন্ত্রী বলেন, ‘অন্য দলের বক্তব্য সম্পর্কে আমি কিছু বলতে পারবো না। তবে এটা আমার দলের অবস্থান নয়। ’

একই সঙ্গে রেলমন্ত্রীর তাৎপর্যপূর্ণভাবে বলেন, ভোটের ফল বেরনোর পর নীতি রূপায়নে আরও সমস্যা হবে। বড়সড় সংস্কারের কাজ আটকে যেতে পারে। রাজনৈতিক দলগুলোর নানা লাভক্ষতির অংক আছে।

সরকারকে সরু দড়ির ওপর দিয়ে হাঁটতে হবে। সংখ্যা হলো একটা বাস্তবতা, যাকে আপনি বদলাতে পারেন না। বাস্তবকে মানতে হবে।

এদিকে, অন্তর্বর্তী নির্বাচনের সম্ভাবনার কথা উড়িয়ে দিয়েছেন কংগ্রেস মুখপাত্র জয়ন্তী নটরাজনও। তবে ৫ রাজ্যের ভোটের পর সরকারকে যে বেশ চাপের মধ্যে পড়তে হবে তা কেউই অস্বীকার করতে পারছেন না।

বাংলাদেশ সময়: ২১১৭ ঘণ্টা, মার্চ ০৮, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।