ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

বর্ধমানে বিয়ের বাস দুর্ঘটনায় নিহত ৭

কলকাতা ব্যুরো | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৫ ঘণ্টা, মার্চ ১০, ২০১২
বর্ধমানে বিয়ের বাস দুর্ঘটনায় নিহত ৭

কলকাতা: বর্ধমানের আউসগ্রামে বিয়ে বাড়ি থেকে ফেরার পথে কনেযাত্রীর বাস উল্টে ৭ জনের মৃত্যু হয়েছে।

শুক্রবার গভীর রাতে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটনা ঘটে।

এ ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ৪০ জন। তাদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

স্থানীয় সূত্রে জানা গেছে, গভীর রাতে গলসি থেকে বীরভূম যাওয়ার পথে আউসগ্রামের দরিয়াপুর ষষ্ঠীতলায় দুর্ঘটনার কবলে পড়ে বাসটি। অত্যাধিক দ্রুতগতিতে চলার সময়ই বাসের চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে বাসটি উল্টে যায়।

এসময় স্থানীয় জনগে এসে উদ্ধার কাজ শুরু করেন।

আহতদের বর্ধমান মেডিক্যাল কলেজ ও গুশকরা হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানো গেছে।

বাংলাদেশ সময়: ১৪৩৫ ঘণ্টা, মার্চ ১০, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।