ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

উত্তরপ্রদেশে মুখ্যমন্ত্রী হচ্ছেন অখিলেশ যাদব

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৪ ঘণ্টা, মার্চ ১০, ২০১২
উত্তরপ্রদেশে মুখ্যমন্ত্রী হচ্ছেন অখিলেশ যাদব

নয়াদিল্লি: সব জল্পনার অবসান ঘটিয়ে উত্তরপ্রদেশে মুখ্যমন্ত্রীর মসনদে বসতে চলেছেন মুলায়ম পুত্র অখিলেশ যাদব।

শনিবার লখনউতে সমাজবাদী পার্টির পরিষদীয় কমিটির বৈঠকে মুলায়ম সিং যাদবের ইচ্ছা অনুযায়ী অখিলেশকেই রাজ্যের পরবর্তী মুখ্যমন্ত্রী হিসাবে বেছে নেওয়া হল।

১৫ মার্চ রাজ্যের ৩২তম ও কনিষ্ঠতম মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নেবেন অখিলেশ।

উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীর মসনদেকে বসবেন ভোটের ফলাফলের পর থেকেই তা নিয়ে জল্পনা তুঙ্গে ছিল উত্তরপ্রদেশের পাশাপাশি সারা দেশ জুড়ে। মুলায়ম সিংয়ের দীর্ঘদিনের অনুগামীরা মুখ্যমন্ত্রী হিসাবে চতুর্থবারের জন্য তাদের নেতাজি মুলায়ম সিংকেই চাইছিলেন।

অন্যদিকে, যুব নেতাসহ বেশিরভাগেরই দাবি ছিল অখিলেশ মুখ্যমন্ত্রীর আসনে বসুক। নির্বাচনী জনসভায় ও ফল ঘোষণার পর অখিলেশও জানান, পরবর্তী মুখ্যমন্ত্রী হবেন মুলায়ম সিং যাদব। প্রথম থেকেই ছেলে অখিলেশকে মুখ্যমন্ত্রীর দায়িত্ব দেওয়ার পক্ষে ছিলেন মুলায়ম।

সমাজবাদী পার্টি সূত্রে খবর, শুক্রবার রাতে দলের কোর কমিটির বৈঠকে মুলায়ম সিং ছেলের দাবি নাকচ করে সাফ জানিয়ে দেন, অখিলেশের হাতে রাজ্যের ক্ষমতা ছেড়ে দিয়ে তিনি জাতীয় রাজনীতিতে বেশি মনোনিবেশ করবেন।

এদিন সকালে পরিষদীয় কমিটির বৈঠকে মুখ্যমন্ত্রী পদের চূড়ান্ত সিদ্ধান্ত হয়। এই বৈঠকে মুলায়ম ও অখিলেশ ছাড়াও উপস্থিত ছিলেন মুলায়মের ভাই শিবলাল যাদব, দীর্ঘদিনের অনুগামী আজম খানসহ সমাজবাদী পার্টির অন্য বিধায়করা। আজম খানই অখিলেশের নাম প্রস্তাব করেন। দলের অন্য সব বিধায়ক তাকে সমর্থন জানান। সরকার গঠনের দাবি নিয়ে সম্ভবত আজই অখিলেশ যাদব রাজ্যপাল বানোয়ারিলাল যোশির সঙ্গে সাক্ষাত করবেন।

রাজনৈতিক মহলের ধারণা, উপযুক্ত সময়েই রাজ্যপাটের ভার পুত্রের হাতে তুলে নেওয়ার সিদ্ধান্ত নিলেন মুলায়ম সিং যাদব। নিজের অসুস্থতার পাশাপাশি রাজ্য বিধানসভায় নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা থাকায় রাজ্যপাট সামলাতে বিশেষ অসুবিধা হবে না চিন্তা করেই তিনি এই সিদ্ধান্ত নিলেন। তাছাড়া ভোটে দলের জয়ের জন্য সবচেয়ে বড় ভূমিকা নেওয়া ও রাজ্যের মানুষের বড় অংশের দাবি মেনে অখিলেশের গ্রহণযোগ্যতাকেই মর্যাদা দিতে কসুর করলেন না ক্ষুরধর বুদ্ধিসম্পন্ন মুলায়ম সিং যাদব।

উল্লেখ, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীর পদে বসতে চলা অখিলেশ যাদবের জন্ম ১৯৭৩ সালের ১জুলাই। পড়াশোনা করেছেন রাজস্থান, মহীশূর ও অস্ট্রেলিয়ার সিডনিতে। শিক্ষাপর্ব শেষ করে বাবার হাত ধরে রাজনীতিতে যোগদান। ২০০০ সালে কনৌজ থেকে প্রথমবারের জন্য সাংসদ নির্বাচিত হন। ২০০৪ ও ২০০৯ সালের সাধারন নির্বাচনেও তিনি জয়লাভ করেন। এবারের বিধানসভা নির্বাচনে তিনি ফিরোজাবাদ থেকে নির্বাচিত হয়েছেন।

রাজ্যের পরবর্তী মুখ্যমন্ত্রী পদের জন্য নির্বাচিত হওয়ার পর উত্তরপ্রদেশের জনগনকে ধন্যবাদ জানানোর পাশাপাশি অখিলেশ যাদব জানান, রাজ্যের মানুষের দাবি পূরণের পাশাপাশি রাজ্যেকে উন্নয়নের দিকে নিয়ে যাওয়ার সর্বত্র চেষ্টা চালানো হবে।

বাংলাদেশ সময়: ১৪২৮ ঘণ্টা, মার্চ ১০, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।