ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

ফের বার্ড ফ্লু ত্রিপুরায়

আগরতলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৭ ঘণ্টা, মার্চ ১০, ২০১২

আগরতলা (ত্রিপুরা) :  এক মাসের মধ্যে ফের ত্রিপুরায় দেখা দিল বার্ড ফ্লু। রাজধানী আগরতলা লাগোয়া লেম্বুছড়াতে এ বার্ড ফ্লু দেখা দিয়েছে।

শনিবার সকালে প্রানী সম্পদ বিকাশ দপ্তরের এক কর্মকর্তা এ খবর জানান।

লেম্বুছড়াতে রয়েছে সরকারি একটি খামার। সেই খামারের মুরগির শরীরে বার্ড ফ্লুর জীবানু পাওয়া গেছে। এক মাস আগে এই সরকারি খামারেই দেখা দিয়েছিল বার্ড ফ্লু। তখন প্রায় তিন হাজার হাঁস এবং মুরগি মারা হয় সেখানে।

ওই কর্মকর্তা জানিয়েছেন, শুক্রবার রাতে মধ্যপ্রদেশের ভূপালের একটি ল্যাব থেকে মুরগির রক্ত পরীক্ষার রিপোর্ট আসে। সেই খামারের কর্মীদের সন্দেহ হওয়াতে ল্যাবে পাঠান হয়েছিল রক্তের নমুনা।

রিপোর্টে দেখা যায়, রক্তের নমুনাতে রয়েছে বার্ড ফ্লুর জীবাণু। কালিং করা সত্বেও একই খামারে এক মাসের ব্যাবধানে কিভাবে দ্বিতীয়বার বার্ড ফ্লু দেখা দিল তা নিয়ে প্রশ্ন উঠেছে।

রোববার থেকে শুরু হবে কালিং। খামারে অন্য যে সব পাখী আছে তাদের এবার কালিং করা হবে।
ত্রিপুরায় গত কয়েক বছর ধরে লাগাতার বার্ড ফ্লু’র আক্রমন ঘটছে।

এর আগে বেসরকারি বা ব্যাক্তিগত খামারে বার্ড ফ্লুর আক্রমণ ঘটেছে। এতে সর্বনাশ হয়েছে গরীব চাষিদের। প্রথম দিকে সাধারণ চাষিরা পাখীর এ রোগ সম্পর্কে সম্পূর্ণ অজ্ঞাত ছিলেন।

কোন জায়গায় বার্ড ফ্লু দেখা দিলে এর তিন কিলোমিটার ব্যাসার্ধ এলাকায় সব ধরণের গৃহ পালিত পাখীর কালিং করা হয়।   এবারও সে ধরণের ব্যবস্থা নেয়া হবে বলে জানা গেছে।

বাংলাদেশ সময়: ১৫৪৪ ঘণ্টা, মার্চ ১০, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।