ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

বাম আমলের অর্থনৈতিক হাবের ফের ভিত্তিপ্রস্তর স্থাপন মমতার

কলকাতা ব্যুরো | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১১৬ ঘণ্টা, মার্চ ১১, ২০১২
বাম আমলের অর্থনৈতিক হাবের ফের ভিত্তিপ্রস্তর স্থাপন মমতার

কলকাতা: বিগত বাম সরকারের আমলে কলকাতার রাজারহাটে আন্তর্জাতিক অর্থনৈতিক হাবের শনিবার ফের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।
 
কিন্তু গতবারের মতো এবার অনুষ্ঠানে আমন্ত্রণই পাননি কেন্দ্রীয় অর্থমন্ত্রী প্রণব মুখার্জি।



কেন্দ্রীয় সরকারের সাহায্য ছাড়া দেশের কোথাও আন্তর্জাতিক হাবের সাফল্যের মুখ দেখা অসম্ভব। রাজারহাটের এ অনুষ্ঠানে কেন্দ্রীয় অর্থমন্ত্রীর অনুপস্থিতি হাবের ভবিষ্যত্‍ নিয়ে প্রশ্ন তুলে দিলো।

২০১০ সালে বাম জমানায় রাজারহাটে আন্তর্জাতিক অর্থনৈতিক হাবের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন তত্‍কালীন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। সে অনুষ্ঠানে হাজির ছিলেন প্রণব মুখার্জি।

রাজারহাটে জমি অধিগ্রহণে আপত্তি থাকায় আমন্ত্রণ পেলেও সে অনুষ্ঠানে অনুপস্থিত ছিলেন তত্‍কালীন বিরোধিনেত্রী মমতা ব্যানার্জি। ইতিমধ্যেই পুরনো প্রকল্পের কাজ অনেক দূর এগিয়ে গিয়েছে।

ক্ষমতায় আসার পর আগের সরকারের একাধিক প্রকল্প ইতিমধ্যেই বাতিল করেছে নতুন সরকার। কিন্তু এক্ষেত্রে, রাজ্যের বিনিয়োগের স্বার্থে শিল্পমহলকে ‘ইতিবাচক বার্তা’ দিতেই নির্মাণাধীন প্রকল্পের ফের ভিত্তিপ্রস্তর স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার, বলে মনে করছে রাজনৈতিক মহল।

শিলান্যাসের পর বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী দেশ তথা আন্তর্জাতিক অর্থনৈতিক মানচিত্রে কলকাতার গুরুত্ব বাড়ানোর ওপর জোর দেন।

তিনি বলেন, শিল্প-সাহিত্যের পাশাপাশি অর্থনৈতিক দিক থেকেও কলকাতার গুরুত্ব বাড়ানো রাজ্য সরকারের লক্ষ্য। সে লক্ষ্য পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে অর্থনৈতিক হাব।

রাজ্যে বিনিয়োগ আসছে না বলে কিছু লোক অপপ্রচার চালাচ্ছেন বলেও অভিযোগ করেন মুখ্যমন্ত্রী।

 তিনি আরো বলেন, এ হাবে প্রায় ২ লাখ কর্মসংস্থান হবে। এছাড়া ১০ লাখ মানুষ বসবাস করবেন সেখানে।

হাবকে কেন্দ্র করে মোট ১ লাখ ৬০ হাজার কোটি রুপি বিনিয়োগের সম্ভাবনা আছে বলেও তিনি দাবি করেন।

তিনি বলেন, ইতিমধ্যেই একটি ভবন সম্পূর্ণ প্রস্তুত হয়ে আছে। বিনিয়োগকারীরা চাইলেই সেখানে বিনিয়োগ করতে পারেন।

বাংলাদেশ সময়: ০১১৫ ঘণ্টা, মার্চ ১১, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।