ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

গুয়াহাটিতে ৯ বাংলাদেশি আটক

মনজুর আহমেদ বড়ভূঁইয়া, আসাম সংবাদদাতা | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৩৮ ঘণ্টা, মার্চ ১১, ২০১২
গুয়াহাটিতে ৯ বাংলাদেশি আটক

শিলচর: বাংলাদেশের উত্তরপূর্বের ভারতীয় প্রতিবেশি রাজ্য আসামের বড় শহর গুয়াহাটিতে বাংলাদেশি সন্দেহে ৯ জন আটক হয়েছেন।

গুয়াহাটি রেলস্টেশনে রেলপুলিশের হাতে শনিবার বিকেলে তারা আটক হন।

আটককৃতদের মধ্যে একজন নারী ও ২ জন শিশু।

রেলওয়ে পুলিশের (জিআরপি) গুয়াহাটি রেঞ্জের পরিদর্শক এন সি দাশ জানান, এদের কাছে ভারত ভ্রমণ সংক্রান্ত কোনো কাগজপত্র নেই।

ত্রিপুরা রাজ্যের আন্তর্জাতিক সীমান্ত পেরিয়ে ওই নয়জন বাংলাদেশি ভারতে প্রবেশ করেন বলে তিনি জানান।

এন সি দাশ জানান, গত ৭ মার্চ তারা আগরতলায় যান। সেখান থেকে আসামের করিমগঞ্জের বদরপুর হয়ে নওগাঁও জেলার লামডিংয়ে যান। লামডিং থেকে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ধরে তারা গুয়াহাটি স্টেশনে আসেন।

জিআরপি কর্মকর্তা আরো বলেন, ‘গুয়াহাটি স্টেশনের পাশে পল্টনবাজার এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করার সময় জিআরপির টহলদল তাদের চ্যালেঞ্জ করে। ’

তিনি বলেন, ‘আটককৃতরা স্বীকার করেছেন যে, তারা বাংলাদেশি। আগরতলা হয়ে তারা সেখানে এসেছেন। তাদের গন্তব্য ছিল পশ্চিমবঙ্গের আলিপুরদুয়ারে। সেখানে তারা নির্মাণ শ্রমিক হয়ে কাজ করতে চেয়েছিলেন। ’

এনসি দাশ জানান, ফরেনার্স ট্রাইব্যুনাল অ্যাক্টে তাদের আটক রাখা হয়েছে। সোমবার তাদের কামরূপ জেলা আদালতে তোলা হবে।

প্রসঙ্গত, আসামে বসবাসরত বাংলাভাষীদের এমনিতেই বাংলাদেশি হিসেবে চিহ্নিত করতে আন্দোলন করে আসছে অল আসাম স্টুডেন্টস ইউনিয়ন (আসু) এবং নর্থ ইস্ট স্টুডেন্টস অর্গানাইজেশন (নেসু)। সেখানে এভাবে বাংলাদেশিদের পাওয়া গেলে পুরো পরিস্থিতি বাঙালিদের বিপক্ষেই চলে যেতে পারে বলে সংশ্লিষ্টরা মনে করেন।

বাংলাদেশ সময়: ০২৩৫ ঘণ্টা, মার্চ ১১, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।