ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

সাংবাদিকতা প্রশিক্ষণ: আইন করার কথা ভাবছে সরকার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০২ ঘণ্টা, মার্চ ১২, ২০১২

কলকাতা: ভারতের সর্বত্র ব্যাঙের ছাতার মতো গড়ে ওঠা সাংবাদিকতা পড়ানোর বিভিন্ন বেসরকারি প্রশিক্ষণ প্রতিষ্ঠানের ওপর এবার আইন করার কথা ভাবছে কেন্দ্র সরকার।

ভারতের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, এসব প্রতিষ্ঠানগুলোর কোনো সরকারি স্বীকৃতি নেই।

তা সত্ত্বেও তারা মোটা অঙ্কের টাকা নিচ্ছে সাংবাদিকতার বিভিন্ন কোর্সের জন্য। এর ফলে প্রতারণার শিকার হচ্ছে ছাত্র-ছাত্রীরা।

এ প্রতারণা বন্ধ করতে বেশ কিছু বিধি-নিষেধ চালু করার পরিকল্পনা নিচ্ছে কেন্দ্রীয় সরকার।

সরকারের এ উদ‌যোগের কথা জানিয়ে ভারতের তথ্য ও সম্প্রচার মস্ত্রী অম্বিকা সোনি বলেছেন, এ ধরনের প্রশিক্ষণ কেন্দ্রগুলোকে সুনির্দিষ্ট নিয়মে বাঁধতে আইন করা হবে।

বাংলাদেশ সময়: ১০৫৯ ঘণ্টা, মার্চ ১২, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।