ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

ভারতের সংসদে বাজেট অধিবেশন শুরু

নয়াদিল্লি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩৩ ঘণ্টা, মার্চ ১২, ২০১২

নয়াদিল্লি: সোমবার থেকে শুরু হচ্ছে ভারতের সংসদের বাজেট অধিবেশন। বাজেট অধিবেশনের আগে যথেষ্টই অস্বস্তিতে ক্ষমতাসীন কংগ্রেস।

৪ রাজ্যের নির্বাচনে খারাপ ফলের জেরে কোণঠাসা দলটি।

সারে ভর্তুকি কমানো এবং পেট্রোলের দাম বৃদ্ধির বিরোধিতাসহ বিভিন্ন ইস্যুতে এরইমধ্যে সরব হয়েছে ইউপি-এ ২ এর বড় শরিক তৃণমূল। এনসিটিসির বিরোধিতায় অকংগ্রেসি মুখ্যমন্ত্রীদের সঙ্গে গলা মিলিয়েছেন তৃণমূল নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।

এই পরিস্থিতিতে সরকার কেমন বাজেট পেশ করে, সেদিকেই তাকিয়ে বিরোধীরা। কাজেই বিরোধীদের তো বটেই, শরিক দলগুলির বিরোধীতার মুখে পড়ার আশঙ্কা করছে কংগ্রেস।

এদিন অধিবেশনের শুরুতেই সংসদের যৌথ অধিবেশনে বক্তব্য রাখবেন রাষ্ট্রপতি প্রতিভা পাতিল। ১৪ মার্চ রেল বাজেট, ১৫ মার্চ অর্থনৈতিক সমীক্ষা এবং ১৬ মার্চ সাধারণ বাজেট পেশ করা হবে।

ভারতীয সময়: ১০৫০ ঘণ্টা, মার্চ ১২, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।