ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

এনসিটিসি নিয়ে বৈঠক

আগরতলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৯ ঘণ্টা, মার্চ ১২, ২০১২

আগরতলা (ত্রিপুরা) : অন্তত ১২টি রাজ্যের মুখ্যমন্ত্রীরা আগেই বিরধিতা করেছিল কেন্দ্রীয় সরকারের প্রস্তাবিত সন্ত্রাস দমন কেন্দ্র (এনসিটিসি) নিয়ে। মুখ্যমন্ত্রীদের বিরোধিতা সত্ত্বেও কেন্দ্রীয় সরকার এই আইন প্রণয়ন করতে বদ্ধ পরিকর।



তাই সব রাজ্যের পুলিশের মহানির্দেশক (ডিজিপি) এবং মুখ্যসচিবদের নিয়ে বৈঠক ডাকল কেন্দ্র।

সোমবার দিল্লিতে এই বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। ত্রিপুরার ডিজিপি সঞ্জয় সিংহ এবং মুখ্যসচিব এসকে পাণ্ডা যোগ দিয়েছেন এই বৈঠকে।

দিল্লিতে অনুষ্ঠিত এই বৈঠকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব আরকে সিং এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের শীর্ষ আধিকারিকরা উপস্থিত থাকবেন বলে জানা গেছে। তারা প্রতি রাজ্যের ডিজিপি এবং মুখ্যসচিবদের বোঝানোর চেষ্টা করবেন এই আইনের উদ্দেশ্য।

তবে কেন্দ্রের এই উদ্যোগে বরফ গলতে পারে এমন সম্ভাবনা কম বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।

এদিকে কেন্দ্র রাজ্যের ক্ষমতায় হস্তক্ষেপ করতে চায় এই অভিযোগ তুলে রাজ্যগুলি এই আইনের বিরোধিতা করেছিল।

বাংলাদেশ সময়: ১৭৪৪ ঘণ্টা, মার্চ ১২, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।