ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

নারী নির্মাণ শ্রমিকদের বিয়েতে সাহায্য করবে রাজ্য সরকার

আগরতলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৯ ঘণ্টা, মার্চ ১২, ২০১২

আগরতলা (ত্রিপুরা): নারী নির্মাণ শ্রমিকদের বিয়ের দায়িত্ব নিলো রাজ্য সরকার। এ মর্মে নতুন একটি প্রকল্প ঘোষণা করেছে রাজ্য সরকার।

প্রকল্পটির নাম ‘নির্মাণ শ্রমিক বিবাহ যোজনা’।

পুরুষ নির্মাণ শ্রমিকরা এ প্রকল্পের আওতায় আসবেন না। নারী নির্মাণ শ্রমিকরা জীবনে একবার বিয়ে করার সময় এককালীন ৮ হাজার টাকা পাবে এ প্রকল্প থেকে।

তাছাড়া নারী নির্মাণ শ্রমিকদের দুই মেয়ের বিয়ের জন্য এককালীন ১০ হাজার টাকা করে দেওয়া হবে।

নারী নির্মাণ শ্রমিকদের সন্তান প্রসবের সময়েও আর্থিক সাহায্য দেবে
সরকার। আগে সাহায্য দেওয়া হতো ১ হাজার টাকা। এখন তা বাড়িয়ে করা হয়েছে ৩ হাজার টাকা। প্রসবের আগে দেওয়া হবে দেড় হাজার এবং প্রসবের পর দেওয়া হবে দেড় হাজার টাকা।

তবে এক্ষেত্রে চিকিৎসা সংক্রান্ত সরকারি কাগজপত্র দেখাতে হবে। দুটি ক্ষেত্রেই প্রকল্পের সাহায্য পাওয়ার জন্য সরকারি খাতায় নাম লেখাতে হবে।

শ্রম দফতরের এক আধিকারিক জানিয়েছেন, এখন পর্যন্ত রাজ্যে ১০ হাজারের মতো নাম নথিভুক্ত নির্মাণ শ্রমিক রয়েছে। যার মধ্যে প্রায় ৪০ শতাংশ নারী।

এছাড়া নারী নির্মাণ শ্রমিকদের স্বার্থে আরও কিছু সামাজিক প্রকল্প হাতে নেওয়ার কথা ভাবা হচ্ছে বলে জানিয়েছেন ওই আধিকারিক।

রাজ্যে এখন ব্যাপকভাবে চলছে নির্মাণ কাজ। সরকারি ও বেসরকারি উদ্যোগে এসব কাজ চলছে। আর এসব কাজের সঙ্গে জড়িয়ে আছে নারী নির্মাণ শ্রমিকরাও।

বাংলাদেশ সময়: ১৮১৮ ঘণ্টা, মার্চ ১২, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।