ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

নতুন বিকল্প খোঁজার সিদ্ধান্ত সিপিএম পলিটব্যুরোতে

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২১ ঘণ্টা, মার্চ ১২, ২০১২

নয়াদিল্লি : লোকসভা নির্বাচনের আগে জাতীয় রাজনীতিতে অকংগ্রেসি ও অবিজেপি জোট গড়ার চেষ্টা চালাবে সিপিএম।

দিল্লিতে সিপিআইএমের দু’দিনের পলিটব্যুরো বৈঠক শেষে একথা জানালেন দলের সাধারণ সম্পাদক প্রকাশ কারাট।



পলিটব্যুরো সদস্য সীতারাম ইয়েচুরি জানিয়েছেন, ‘এ বিষয়ে একটি নীতিগত অবস্থান স্থির করার চেষ্টা চলছে। ’

কেন্দ্রে দ্বিতীয় ইউপিএ সরকারের নীতিতে যে মানুষ অসন্তুষ্ট, ৫ রাজ্যে সাম্প্রতিক নির্বাচনে কংগ্রেসের দুর্বল ফলাফল থেকেই তা স্পষ্ট।

বিশেষত, মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে ব্যর্থতা এবং চূড়ান্ত দুর্নীতির উপর্যুপরি ঘটনা ভালোভাবে নেননি মানুষ। এই অবস্থায় মনমোহন প্রশাসনের দেশ এবং মানুষের স্বার্থ পরিপন্থি সিদ্ধান্ত নেওয়া বন্ধ করা উচিৎ বলে মনে করছে পলিটব্যুরো।

শনি ও রোববার দিল্লিতে পলিটব্যুরো বৈঠকের শেষে জারি করা বিবৃতিতে এই ভাষাতেই দেশের সাম্প্রতিক রাজনৈতিক গতিপ্রকৃতি সম্পর্কে পর্যালোচনা করে কেন্দ্রের সমালোচনা করা হয়েছে সিপিআইএমের পক্ষ থেকে।

বিবৃতিতে বলা হয়েছে, দেশের মানুষ দ্রুত সঙ্কটমোচনের পথ খুঁজছে এবং আসন্ন বাজেটে কেন্দ্রের এমন কোনো সিদ্ধান্ত নেওয়া উচিৎ নয়, যা থেকে সঙ্কট আরো বাড়তে পারে। এরই পরিপ্রেক্ষিতে আরো একবার কেন্দ্রে অকংগ্রেসি ও অবিজেপি দলগুলোকে নিয়ে জোটগড়ার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হলো পলিটব্যুরোয়।  
 
এর পাশাপাশি, পশ্চিমবঙ্গে যেভাবে সিপিএম এবং বামফ্রন্ট কর্মী-সমর্থকদের উপরে হামলার ঘটনা ঘটছে, তারও সমলোচনা করা হয়েছে পলিটব্যুরোয়। নিন্দা করা হয়েছে প্রদীপ তা এবং কমল গায়েনের হত্যাকাণ্ডেরও।

বাংলাদেশ সময় : ১৯০৫ ঘণ্টা, মার্চ ১২, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।