ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

বাংলাদেশের স্বাধীনতা দিবসের আলোকচিত্র প্রদর্শনী কলকাতায়

কলকাতা ব্যুরো | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১১ ঘণ্টা, মার্চ ১৩, ২০১২
বাংলাদেশের স্বাধীনতা দিবসের আলোকচিত্র প্রদর্শনী কলকাতায়

কলকাতা: বাংলাদেশের স্বাধীনতা দিবস উপলক্ষে কলকাতায় মুক্তিযুদ্ধ বিষয়ে আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।

কলকাতার বাংলাদেশ উপহাইকমিশন ইন্ডিয়ান কাউন্সিল ফর কালচারাল রিলেশান (আইসিসিআর) ‘যৌথভাবে ‌ইতিহাস কথা কয়‘ শীর্ষক আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়েছে ১৭ থেকে ১৯ মার্চ শহরের রবীন্দ্রনাথ টেগোর সেন্টারের বেঙ্গল গ্যালারিতে।



মুক্তিযুদ্ধ চলাকালীন বাংলাদেশের অভ্যন্তরে ও সীমান্তের দুই পারে বিশিষ্ট আলোকচিত্রী শাহবুদ্দিন মজুমদারের তোলা বিভিন্ন আলোকচিত্রর এই প্রদর্শনীর বিকাল তিনটায় উদ্বোধন করবেন সাহিত্যক সুনীল গাঙ্গুলী ও আইসিসিআরের সহ-সভাপতি অধ্যাপক ভারতী রায়।

প্রর্দশনী চলবে প্রতিদিন বেলা ১১টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত।

মঙ্গলবার কলকাতার বাংলাদেশ উপহাইকমিশনের পক্ষ থেকে প্রেস সচিব কাজী মুস্তাক জহির এই তথ্য জানিয়েছেন।

বাংলাদেশ সময়: ১৩০১ ঘণ্টা, মার্চ ১৩, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।