ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

আগরতলা-আখাউড়া রেল যোগাযোগ : যুক্ত হলো বাজেটে

আগরতলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০০ ঘণ্টা, মার্চ ১৪, ২০১২

আগরতলা (ত্রিপুরা) :  আগরতলা- আখাউড়া রেল যোগাযোগের বিষয়টি যুক্ত হলো রেল বাজেটে।

বুধবার সংসদে ২০১২-১৩ সালের জন্য রেল বাজেট পেশ করেন কেন্দ্রীয় রেলমন্ত্রী দীনেশ ত্রিবেদী।



তিনি তার বাজেট ভাষণে বলেন, ‘আগরতলার সাথে বাংলাদেশের আখাউড়াকে রেলপথের সাথে যুক্ত করা হবে। ’

রেলমন্ত্রী বলেন, ‘এর মধ্য দিয়ে দুই দেশের সম্পর্ক আরও মজবুত ও নিবিড় হবে। ’

অবশ্য এবার রেল বাজেটে বিষয়টি অন্তর্ভুক্ত করা হলেও এই প্রকল্পের কাজ শুরু হয়ে গেছে অনেক আগেই। এমনকি প্রকল্পের জন্য টাকাও স্থির করা আছে।

এদিন রেলমন্ত্রীর ভাষণের মধ্য দিয়ে আগরতলা-আখাউড়া রেল সংযোগের বিষয়টি দ্বিতীয়বার গুরুত্ব পেল বলা যায়।

আগরতলা থেকে আখাউড়া রেলস্টেশনের দূরত্ব ১৫ কিলমিটার। এর মধ্য ভারতের দিকে হবে ৫ কিলোমিটার এবং বাংলাদেশের দিক থেকে হবে ১০ কিলোমিটার। ভারতের দিকে ব্যয় ধরা হয়েছে ১০৫ কোটি টাকা। বাংলাদেশের দিকে ব্যয় হবে ১৬৭ কোটি টাকা। এর মধ্য বাংলাদেশের দিকে জমি অধিগ্রহণ বাবদ ধরা হয়েছে ২১ কোটি টাকা। বাংলাদেশের দিকে রেল লাইন নির্মাণ এবং জমি অধিগ্রহণে টাকা দেবে ভারতের বিদেশ মন্ত্রক। প্রকল্পের শুরুতে হবে জমি চিহ্নিত করার কাজ। দু’দেশের যৌথ সমীক্ষক দল আগেই এই রেল রুট চূড়ান্ত করেছিল।

রেল যাবে আগরতলা রেলস্টেশন হয়ে সিদ্ধিআশ্রম, বাধারঘাট, নিশ্চিন্তপুর হয়ে বাংলাদেশের গাঙ্গাসাগর রেলস্টেশন। সেখান থেকে যাবে আখাউড়া রেলস্টেশন। নিশ্চিন্তপুর হবে সীমান্ত রেলস্টেশন।

বাংলাদেশের ভেতর ১০ কিলোমিটার রাস্তার এলাইনমেন্ট করবে বাংলাদেশ রেল। নিশ্চিন্তপুর থেকে গঙ্গাসাগর স্টেশন। সেখান থেকে আগের লাইনের পাশ ধরে রেল যাবে আখাউড়া পর্যন্ত।

বাংলাদেশ সময় : ১৮৪৯ ঘণ্টা, মার্চ ১৪, ২০১২

সম্পাদনা: আহমেদ জুয়েল, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।