ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

পুলিশের দান করা কর্নিয়ায় দেখবেন ২ দৃষ্টিহীন

আগরতলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৭ ঘণ্টা, মার্চ ১৪, ২০১২

আগরতলা (ত্রিপুরা) : পুলিস কনস্টেবলের দান করা দু’  চোখের কর্নিয়ায় পৃথিবী দেখবেন অন্য দু’জন।

গত ১২ মার্চ মারা যান পুলিশ কনস্টেবল যতীন্দ্র চন্দ্র নাথ।

তিনি মারা যাবার আগেই তার চোখ দু’টি দান করে গিয়েছিলেন।

১২ মার্চ তিনি মারা যাবার পর তার বাড়ির লোকজন দেখা করেন আগরতলার আই জি এম হাসপাতালের চোখের চিকিৎসকদের সঙ্গে।

মারা যাবার কয়েক ঘণ্টার মধ্যেই চিকিৎসকরা গিয়ে যতীন্দ্র চন্দ্র দাসের চোখ দু’টির কর্নিয়া সংগ্রহ করে আনেন।

আই জি এম হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছেন, ওই দু’টি কর্নিয়া অন্য দু’জন একশ শতাংশ দৃষ্টিহীন মানুষকে দেওয়া হয়েছে। বুধবারই যতীন্দ্র চন্দ্র দাসের কর্নিয়া দু’টি ওই দু’জনের চোখে লাগানো হয় অপারেশন করে। কিন্তু চিকিৎসকরা ওই দু’ দৃষ্টিহীনের নাম প্রকাশ করেননি। তারা জানিয়েছেন, কারা চোখ পেলেন, এটা গোপন রাখা হয়।

সাধারণ পুলিশকর্মীর এ মহৎ দানে অনেকেই উদ্বুদ্ধ হবেন বলেও মনে করছেন চিকিৎসকরা।

বাংলাদেশ সময় : ১৯২১ ঘণ্টা, মার্চ ১৪, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।