ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

গড়িয়া থেকে বাংলাদেশ সীমান্ত বনগাঁ পর্যন্ত ফ্লাইওভার

কলকাতা ব্যুরো | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪১ ঘণ্টা, মার্চ ১৫, ২০১২

কলকাতা: দক্ষিণ কলকাতার শেষপ্রান্ত গড়িয়া থেকে বাংলাদেশ সীমান্তবর্তী শহর বনগাঁ পর্যন্ত প্রায় ১০০ কিলোমিটার ফ্লাইওভার তৈরির উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার।

বৃহস্পতিবার রাজ্যের পুর ও নগরোন্নয়ণ মন্ত্রী ফিরহাদ হাকিম কলকাতায় একথা জানিয়েছেন।



তিনি বলেন, ‘ঠিক কোন জায়গা দিয়ে ফ্লাইওভারটি যাবে, তা নিয়ে ভাবনা চিন্তা চলছে। অবশ্য, এজন্য কোনও জমি অধিগ্রহণের সম্ভাবনা নেই।

এর পাশাপাশি, আরও বেশ কয়েকটি জায়গায় ফ্লাইওভার নির্মাণের প্রকল্পও হাতে নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন তিনি।

এই ফ্লাইওভারটি তৈরি হলে তা হবে ভারতের অন্যতম দীর্ঘ ফ্লাইওভার।

বাংলাদেশ সময়: ১৮২৭ ঘণ্টা, মার্চ ১৫, ২০১২

সম্পাদনা: কাজল কেয়া, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।