ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

রেলে ভাড়া বৃদ্ধি কংগ্রেসের গেমপ্ল্যান: মমতা

কলকাতা ব্যুরো | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৪ ঘণ্টা, মার্চ ১৫, ২০১২
রেলে ভাড়া বৃদ্ধি কংগ্রেসের গেমপ্ল্যান: মমতা

কলকাতাঃ রেলে যাত্রী ভাড়া বৃদ্ধির পেছনে কংগ্রেসের গেমপ্ল্যান রয়েছে বলে মন্তব্য করলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।

বৃহস্পতিবার বিধানসভার বাজেট অধিবেশন শুরুর আগে পরিষদীয় দলের বৈঠকে এ মন্তব্য করেন তিনি।



এদিন তিনি বলেন, ‘বাজেটে রেলমন্ত্রী যাত্রীভাড়া নিয়ে যে ঘোষণা করেছেন তা মানবো না।

এ বিষয়ে সমস্ত তৃণমূল বিধায়কদের সোচ্চার হওয়ার ডাক দেন মুখ্যমন্ত্রী।

বিশেষ করে রেলমন্ত্রী দীনেশ ত্রিবেদীর লোকসভা ব্যারাকপুর কেন্দ্রের অন্তর্গত বিধানসভার তৃণমুল বিধায়কদের বেশি করে সোচ্চার হওয়ার নির্দেশ দেন।

এদিনের বৈঠকে দলের সব বিধায়কই রেলমন্ত্রীর যাত্রীভাড়া বৃদ্ধির প্রস্তাবের বিরোধিতা করেন।

দলীয় শৃঙ্খলা ভাঙার জন্যও রেলমন্ত্রীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রস্তাব দেওয়া হয় বলে জানা গেছে।

বাংলাদেশ সময়: ২১০০ ঘণ্টা, মার্চ ১৫, ২০১২

প্রতিবেদন: রক্তিম দাশ, সম্পাদনা: জাকারিয়া মন্ডল, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।