ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

বিধানসভায় বাজেট অধিবেশনে উন্নয়নের কথা বললেন রাজ্যপাল

কলকাতা ব্যুরো | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৭ ঘণ্টা, মার্চ ১৫, ২০১২

কলকাতা: পশ্চিমবঙ্গের রাজ্যপাল এম কে নারায়ণন রাজ্য বিধানসভায় বৃহস্পতিবার বাজেট অধিবেশন উদ্বোধন করেন।
এদিন রাজ্যপাল তার উদ্বোধনী ভাষণে বলেন, ‘অশান্ত পাহাড় শান্ত হয়েছে।

জঙ্গলমহলে উন্নয়নের কাজ শুরু হয়েছে। ’

এছাড়া সরকারের বিভিন্ন উন্নয়নমূলক পরিকল্পনার কথাও তুলে ধরেন তিনি।

রাজ্যপাল বলেন, ‘দীর্ঘদিন ধরে অশান্ত থাকা পাহাড় অনেক শান্ত হয়েছে। জিটিএ আইনে পরিণত হয়েছে বর্তমান সরকারের উদ্যোগে। জিটিএকে অর্থনৈতিক সাহায্য দেওয়া হচ্ছে। এছাড়া জঙ্গলমহলের উন্নয়নের জন্য সেখানে স্কুল, ব্রিজ, স্টেডিয়াম তৈরি করার পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে, সেখানে সরকারের প্যাকেজে সাড়া দিয়ে ২০ জন মাওবাদী আত্মসমর্পন করেছেন। ’

তিনি আরো বলেন, ‘কলকাতা পুলিশের এলাকা বাড়ানো হয়েছে। ১৭টি নতুন পুলিশ স্টেশন স্থাপন করার কাজ চলছে। তার মধ্যে ১০টি কাজ শুরু করে দিয়েছে। কর্মসংস্থানের জন্য ওয়েস্ট বেঙ্গল স্টাফ সিলেকশন কমিশন তৈরি করা হয়েছে। চাকরির আবেদনের বয়সসীমা বাড়ানো হয়েছে। শিল্পের উন্নতির জন্য ল্যান্ডব্যাঙ্ক তৈরি করা হয়েছে। দুর্নীতি দমনে পদক্ষেপ নেওয়া হয়েছে। গ্রামে সবার জন্য কিষাণ ক্রেডিট কার্ডের ব্যবস্থা করা হয়েছে। ’

এদিকে এদিন বিরোধীরা সাবেক বামফ্রন্ট বিধায়ক প্রদীপতা-র হত্যার তদন্তসহ একাধিক ইস্যুতে বিধানসভার ভেতরে প্রতিবাদ জানান।

আগামী ২৪ মার্চ বিধানসভায় প্রথম রাজ্য বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী অমিত মিত্র। ৩১ মার্চ বাজেট সেশন শেষ হবে।

বাংলাদেশ সময়: ২১১০ ঘণ্টা, মার্চ ১৫, ২০১২

প্রতিবেদন: রক্তিম দাশ, সম্পাদনা: জাকারিয়া মন্ডল, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।