ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

জিটিএ বিল নিয়ে দার্জিলিংয়ে ক্ষোভ

কলকাতা ব্যুরো | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২১ ঘণ্টা, মার্চ ১৫, ২০১২

কলকাতা: গোর্খা টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন(জিটিএ) আইনে পরিণত হয়েছে গত বুধবার। রাষ্ট্রপতির অনুমোদন আগেই পেয়েছিল বিলটি।



বুধবার এ ব্যাপারে বিজ্ঞপ্তি জারি করা হয়। ওই বিলের ৭৪ নম্বর ধারা অনুযায়ী জিটিএ কার্যকরি হওয়ার সঙ্গে সঙ্গে দার্জিলিংয়ে গোর্খা পার্বত্য পরিষদ বাতিল হওয়ার কথা।

দীর্ঘদিন সেখানে নির্বাচন না হওয়ায় দ্রুত নির্বাচনের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে, তবে তা পার্বত্য হিল কাউন্সিলের এলাকার ভিত্তিতেই হবে।

এখানেই জনমুক্তি মোর্চার নেতারা দ্বিমত প্রকাশ করেছেন। নির্বাচনের ব্যাপারে মোর্চার সাধারণ সম্পাদক রোশান গিরির মত তরাই-ডুয়ার্সের এলাকা নির্ধারিত না হলে তারা নির্বাচনের পথে যাবে না।

এদিকে এই এলাকা নির্ধারনের কাজ শেষ হতে কিছুদিন সময় লাগবে বলে জানান ৯ সদস্যের কমিটির প্রধান বিচারক শ্যামল সেন ।

পাহাড়ে নির্বাচন নিয়ে কথা বলতে আগামী ১৭ মার্চ মোর্চার প্রতিনিধিদের সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কথা বলবেন।

বাংলাদেশ সময়: ২১১৬ ঘণ্টা, মার্চ ১৫, ২০১২

প্রতিবেদন: রক্তিম দাশ, সম্পাদনা: জাকারিয়া মন্ডল, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।