ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

আসামে ফের দুই বাংলাদেশি আটক

মনজুর আহমেদ বড়ভূঁইয়া, আসাম সংবাদদাতা | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০৯ ঘণ্টা, মার্চ ১৫, ২০১২

শিলচর: ভ্রমণ সংক্রান্ত বৈধ কাগজপত্র না থাকায় বাংলাদেশের উত্তরপূর্বের প্রতিবেশী রাজ্য আসামে বৃহস্পতিবার দুইজন বাংলাদেশি আটক হয়েছেন।

জিআরপির বদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জ্যোতি বর্মন বৃহস্পতিবার সন্ধ্যায় বাংলানিউজকে এ তথ্য জানান।



রেল পুলিশ (জিআরপি) আসামের লামডিং স্টেশন থেকে তাদের আটক করে করিমগঞ্জের বদরপুর থানায় নিয়ে যায়।  

আটককৃতরা হলেন, বাংলাদেশের নরসিংদী জেলার বোরহান উদ্দিন ও তার ছেলে লোকমান হোসেন।  

জিআরপির ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, গত ১ মার্চ তারা ত্রিপুরা সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশ করে।

জ্যোতি বর্মন বলেন, ‘আটক হওয়া দুই বাংলাদেশি আসামের গুয়াহাটি থেকে ট্রেনে ত্রিপুরার আগরতলা যাচ্ছিল। তাদের লামডিং স্টেশন থেকে আটক করা হয়। ’

তিনি বলেন, ‘আটককৃতার উত্তর আসামের নওগাঁও জেলার আত্মীয়ের বাড়িতে যাওয়ার জন্য ভারতে প্রবেশ করে। ’

বোরহান উদ্দিন জিজ্ঞাসাবাদে জানিয়েছে, আত্মীয় ভারতীয় নাগরিক নুরুজ্জামান আলীর বাড়িতে কয়েকদিন থেকে তারা বাংলাদেশে ফিরছিলেন।

আটককৃতদের থেকে একটি বাংলাদেশি সিমসহ মোবাইল ফোন জব্দ করেছে জিআরপি।  

প্রসঙ্গত, গত শনিবার গুয়াহাটি স্টেশনে ৯ জন বাংলাদেশি আটক হন। তাদের ফরেনার্স ট্রাইব্যুনাল আক্টে বিচার চলছে।

বাংলাদেশ সময়: ২২০০ ঘণ্টা, মার্চ ১৫, ২০১২  
সম্পাদনা: নূরনবী সিদ্দিক সু্ইন, সিনিয়র নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।