ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

ভারতে ভারসাম্য রক্ষার বাজেট পেশ করলেন প্রণব

নয়াদিল্লি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩১ ঘণ্টা, মার্চ ১৬, ২০১২
ভারতে ভারসাম্য রক্ষার বাজেট পেশ করলেন প্রণব

নয়াদিল্লি : ভারতে ভারসাম্য রক্ষার বাজেট পেশ করলেন অর্থমন্ত্রী প্রণব মুখার্জি।

শুক্রবার বেলা ১১টা ৪ মিনিটে লোকসভার বাজেট অধিবেশনের সূচনাপর্বেই লোকসভার বিরোধী বেঞ্চ থেকে ভেসে এলো উচ্চস্বরের প্রতিবাদের আওয়াজ।

কিন্তু সে সব ধর্তব্যের মধ্যে না এনেই প্রথামাফিক স্পিকারকে ধন্যবাদ জ্ঞাপন করে বাজেট পেশ শুরু করেন অর্থমন্ত্রী। ১২টা ৫৩ মিনিটে বাজেট বক্তৃতা শেষের সময়ও একই রকম অবিচলতার ছাপ ছিল তার মুখে।

আন্তর্জাতিক আর্থিক মন্দার অভিঘাত অতিক্রম করে ক্রমশ শক্তিশালী হচ্ছে ভারতের অর্থনীতি। লোকসভায় নিজের সপ্তম সাধারণ বাজেট পেশের সূচনা পর্বেই এ দাবি করলেন অর্থমন্ত্রী।

২০১১-১২ অর্থবর্ষে আর্থিক বৃদ্ধির হার ছিল ৬.৯ শতাংশ। ২০১২-১৩ সালে এটি ৭.৬ শতাংশে পৌঁছবে বলে দাবি করেন তিনি।

রফতানি ক্ষেত্রে অগ্রগতি ভালো হলেও শিল্পক্ষেত্রে আশানুরূপ উন্নয়ন না হওয়া এবং সরকারি ক্ষেত্রে মুনাফা কমার কথা বলে এবং ঢালাও ভর্তুকি ও ছাঁটাইয়ের পক্ষে সওয়াল করে কার্যত সংস্কারমুখী পদক্ষেপের ক্ষেত্র প্রস্তুত করলেন তিনি। জানালেন দুর্নীতি দমনের ক্ষেত্রে সরকারের দৃঢ় অবস্থানের কথাও।


রাজনৈতিক টনাপড়েনের কারণে আপাতত প্রত্যক্ষ কর বিধি এবং ‘মাল্টি ব্র্যান্ড’ খুচরো ব্যবসায় প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগের ক্ষেত্রে ‘ধীরে চলো’ নীতি নিলেও এ ব্যাপারে পূর্বঘোষিত নীতি থেকে সরে আসছে না কেন্দ্র। সেই সঙ্গে কিছুক্ষেত্রে ভর্তুকিকে ‘অপ্রয়োজনীয়’ হিসেবে চিহ্নিত করে এবং রাষ্ট্রায়ত্ত ক্ষেত্রগুলোর বিলগ্নিকরণ থেকে ৩০ হাজার কোটি রুপি আয়ের কথা বলে কার্যত সংস্কার কর্মসূচি এগিয়ে নিয়ে যাওয়ারও ইঙ্গিত দিয়েছেন তিনি।

বিমান শিল্পকে চাঙ্গা করার জন্য ৪৯ শতাংশ বিদেশি বিনিয়োগে অনুমোদন এবং পরিকাঠামো নির্মাণ ক্ষেত্রে পিপিপি মডেল প্রণয়ন তারই ইঙ্গিত।

এদিন তিনি ঘোষণা দেন, আয়কর ছাড়ের সীমা বাড়ানো, আইসিডিএস প্রকল্পে ৫৮ শতাংশ বরাদ্দ বৃদ্ধি, নিকাশি ও পানীয় জল সরবরাহ বরাদ্দ ১৪ হাজার কোটি রুপি, মিড-ডে মিলে বরাদ্দ বেড়ে ১১ হাজার ৯৩৭ কোটি রুপি এবং কৃষিঋণের পরিমাণ বাড়িয়ে ৫ লাখ ৭৫ হাজার কোটি রুপি করার ঘোষণায় আমজনতার হৃদয় জয় করার প্রচেষ্টা স্পষ্ট।

তিনি বলেন, সঠিক সময়ে ঋণ পরিশোধ করলে কৃষকরা ৩ শতাংশ ছাড়ের সুযোগ পাবেন। রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর সুরক্ষা নিশ্চিত করার জন্য গৃহঋণ, ক্ষুদ্রসঞ্চয়ের ক্ষেত্রে আনা হবে নয়া আইন।

তিনি আরো বলেন, দ্বাদশ পঞ্চবার্ষিকী পরিকল্পনায় শিক্ষার অধিকার আইন কার্যকর করতে বরাদ্দ-বৃদ্ধি ২৫ হাজার ৫৫৫ কোটি রুপি। এর সাহায্যে ৬ হাজার নতুন স্কুল নির্মাণ হবে। অন্যান্য অনগ্রসর শ্রেণির উন্নয়নে বরাদ্দ বাড়িয়ে ২১ হাজার ৭১০ কোটি রুপি করার প্রস্তাব করা হয়েছে। গ্রামীণ পরিকাঠামো উন্নয়নে ২০ হাজার কোটি রুপি বাড়ানো হয়েছে।

এছাড়াও তিনি বলেন, তাঁতশিল্পে ৩ হাজার ৮৮৪ কোটি রুপি ঋণ মওকুফ করার প্রস্তাব রয়েছে সাধারণ বাজেটে। ছাত্র শিক্ষা ঋণে নতুন তহবিল গঠন ও মহিলা স্বনির্ভর গোষ্ঠীগুলোর সাহায্যে ৩০০ কোটি রুপি বরাদ্দের প্রস্তাব। ১১-১৮ বছরে কিশোরীদের জন্য বিশেষ স্বনির্ভর প্রকল্পের কথাও বলা হয়েছে বাজেটে।

প্রতিবন্ধী ও বিধবা পেনশন মাসে ৩০০ রুপি করার প্রস্তাবও এদিন দিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। উপজাতি উন্নয়নে ১৮ শতাংশ বাজেট বরাদ্দ বৃদ্ধির প্রস্তাব দিয়েছেন অর্থমন্ত্রী। সামগ্রিকভাবে সামাজিক সুরক্ষা খাতে বরাদ্দ বৃদ্ধির পরিমাণ ৩৭ শতাংশ।

বাজেটে বলা হয়েছে, পরিকাঠামো উন্নয়নে দ্বাদশ পঞ্চবার্ষিকী পরিকল্পনায় মোট ৫ লাখ কোটি রুপি ব্যয়ের পরিকল্পনা রয়েছে সরকারের। ২০১২-১৩ আর্থিক বছরে নতুন ৮ হাজার ৮০০ কিলোমিটার সড়ক তৈরির প্রস্তাব রয়েছে এই বাজেটে। ১০১১-১২ সালে এই পরিমাণ ছিল ৭ হাজার ৩০০ কিলোমিটার।

জাতীয় নিরাপত্তা সংক্রান্ত নানা প্রশ্নের মুখে এবার প্রতিরক্ষা বাজেট বাড়ানো হয়েছে ১৭ শতাংশ। গত বাজেটের ১ লাখ ৬৪ হাজার কোটি রুপি থেকে বেড়ে প্রতিরক্ষা খাতে বরাদ্দ হয়েছে প্রায় ১ লাখ ৯৪ হাজার কোটি রুপি। এর মধ্যে সশস্ত্র বাহিনীর সমরাস্ত্র ও আনুষঙ্গিক সরঞ্জাম কেনার জন্য ৭৯ হাজার ৫০০ কোটি রুপি বরাদ্দ করা হয়েছে।

এতে সামরিক বাহিনীর আধুনিকীকরণের কাজ কিছুটা এগোবে বলে মনে করছেন বিশেষজ্ঞ মহল। সম্প্রতি চীন সরকার প্রতিরক্ষা বাজেট বাড়িয়ে ১০৬.৪১ বিলিয়ন মার্কিন ডলার (ভারতীয় মুদ্রায় ৫ লাখ ১৩ হাজার কোটি রুপি) করেছে। সেই তুলনায় নয়াদিল্লির প্রতিরক্ষা বরাদ্দ বৃদ্ধি যৎসামান্য।

বাজেটে পশ্চিমবঙ্গের প্রাপ্তি

মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির দাবি মেনে নিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী প্রণব মুখার্জি। রাজ্যের পিছিয়ে পড়া এলাকার উন্নয়ন খাতে বরাদ্দ বাড়ানো হলো এবারের বাজেটে। সেইসঙ্গে যে জেলা থেকে জিতে তিনি লোকসভায় গেছেন, সেই মুর্শিদাবাদের জন্যও বাজেটে প্রকল্প রেখেছেন অর্থমন্ত্রী।

মুর্শিদাবাদের কান্দিতে বন্যা নিয়ন্ত্রণ প্রকল্পের জন্য বরাদ্দ করা হয়েছে ৪৩৯ কোটি রুপি। কলকাতায় পরিশ্রুত পানীয় জলের জন্য বিশেষ প্রকল্পেরও প্রস্তাব রয়েছে বাজেটে।

প্রতি বছরই ময়ূরাক্ষী এবং মশানজোর বাঁধের ছাড়া পানিতে বানভাসি হয় মুর্শিদাবাদের কান্দি। কান্দির ৪টি ব্লকের পাশাপাশি জলের তলায় চলে যায় নবগ্রামও।

শুক্রবার বাজেটে এই সমস্যা মোকাবিলাতেই বিশেষ প্রকল্পের প্রস্তাব রাখলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। এদিন গুরুত্ব দিয়ে বিহার এবং উড়িষ্যা পাশাপাশি পশ্চিমবঙ্গের অনগ্রসর এলাকা উন্নয়নে বিশেষ অর্থ বরাদ্দ করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। এই খাতে ১২ হাজার ৪০ কোটি রুপি বরাদ্দের প্রস্তাব রেখেছেন তিনি।

একই সঙ্গে, রাজ্যের আর্সেনিক দূষণ মোকাবিলার লক্ষ্যেও বিশেষ প্রকল্পের প্রস্তাব রেখেছেন প্রণব মুখার্জি।

অন্যদিকে, রাজ্যের বাম নেতাদের তরফে অভিযোগ করা হয়েছে, এবারের বাজেটে রাজ্যের জন্য কার্যত কিছু রাখা হয়নি।

বাংলাদেশ সময় : ১৯১০ ঘণ্টা, মার্চ ১৬, ২০১২

সম্পাদনা : আবু হাসান শাহীন, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।