ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

পুলিশের দ্বারস্থ আশা ভোঁসলে

মুম্বাই সংবাদাতা | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৫৮ ঘণ্টা, মার্চ ১৭, ২০১২

মুম্বাই : নিজের বাগান ফেরত পেতে এবার পুলিশের দ্বারস্থ হলেন আশা ভোঁসলে। শুধু তাই নয়, বাগান ফেরত পেতে এফআইআর করলেন বলিউডের প্রবীণ অভিনেত্রী সাধনার বিরুদ্ধে।



‘হাম দোনো’সহ বহু সুপার হিট ছবির নায়িকা  সাধনা মুম্বইয়ের শহরতলিতে এক বাংলো বাড়ির এক তলায় ভাড়া থাকেন। এই বাড়িটির মালিক আশা। তার অভিযোগ, এক তলাটাই শুধু ভাড়া দিয়েছিলেন সাধনাকে। কিন্তু সাধনা এখন দাবি করছেন, এক তলা যখন তার, বাড়ির বাইরের বাগানটাও তারই।

পুলিশের কাছে আশা ভোঁসলে বলেন, আমাকে তো নয়ই, আমার কোনো লোককেও বাগানে ঢুকতে দিচ্ছেন না সাধনা। বাগানটা আমি কখনওই ওঁকে ভাড়া দিইনি। ওটা এখনও আমার।

সাধনার বাড়ি নিয়ে সমস্যা নতুন কিছু নয়। ২০১০ সালের আগস্টে তার তৎকালীন বাড়ির মালিক লাকড়াওয়ালার বিরুদ্ধে থানায় অভিযোগ জানান, মেরে ফেলার হুমকি দেওয়া হচ্ছে তাকে। জামিনে ছাড়া পাওয়ার পর লাকড়াওয়ালা সাধনার বিরুদ্ধে মানহানির মামলা করেন। আদালতে হাজির হলে জামিন দেওয়া হয় সাধনাকে। ফের আশার সঙ্গে এবার ঝামেলায় জড়ালেন তিনি।

বাংলাদেশ সময় : ১৫১৯ ঘণ্টা, মার্চ ১৭,২০১২

সম্পাদনা : নজরুল ইসলাম, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।