ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

পশ্চিমবঙ্গের সাবেক মন্ত্রী উত্তরপ্রদেশ থেকে রাজ্যসভায় প্রার্থী

নয়াদিল্লি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৫ ঘণ্টা, মার্চ ১৭, ২০১২

নয়াদিল্লি : উত্তরপ্রদেশ থেকে রাজ্যসভার প্রার্থী হচ্ছেন পশ্চিমবঙ্গের বামফ্রন্ট আমলের সাবেক মৎস্যমন্ত্রী তথা সমাজবাদী পার্টির নেতা কিরণময় নন্দ।

শুক্রবার মুলায়ম সিং যাদবের সমাজবাদী পার্টি উত্তরপ্রদেশ থেকে রাজ্যসভার ছয়টি আসনের জন্য নাম চূড়ান্ত করা হয়।



সেখানেই কিরণময় নন্দের নাম ঘোষণা করা হয়। এছাড়া উল্লেখযোগ্যদের মধ্যে রয়েছেন জয়া বচ্চন।

রাজ্যসভার প্রার্থী পদে নিজের নাম চূড়ান্ত হওয়ার পর শনিবার কিরণময় নন্দ জানান, দীর্ঘদিন ধরে রাজনীতিতে যুক্ত রয়েছেন তিনি। বেশ কিছুদিন ধরেই রাজ্য রাজনীতির পাশাপাশি কেন্দ্রীয় রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে চাইছিলেন তিনি। দল তাকে সেই সুযোগ দেওয়ায় তিনি দলের কাছে কৃতজ্ঞ বলে জানান।

তবে উত্তরপ্রদেশ থেকে প্রার্থী হলেও পশ্চিমবঙ্গ তার কাছে ভীষণই গুরুত্বপূর্ণ বলে জানান। রাজ্যসভার সদস্য হিসাবে পশ্চিমবঙ্গের উন্নয়নের জন্যও তিনি সচেষ্ট হবেন বলে জানান কিরণময় নন্দ।

উল্লেখ্য, উত্তরপ্রদেশ থেকে রাজ্যসভার ১০টি আসন খালি হতে চলেছে। এর মধ্যে গতবারের চারটি আসন নিজেদের দখলে থাকলেও বিধানসভার সদস্য সংখ্যা অনু্যায়ী এবার ছয়টি আসনে সমাজবাদী পার্টির প্রার্থীদের জেতার সম্ভাবনা। সেই আসনগুলোর জন্যই প্রার্থী তালিকা প্রকাশ করেছে সমাজবাদী পার্টি।

নির্বাচন অনুষ্ঠিত হবে ৩০ মার্চ। আর মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ১৯ মার্চ। উত্তরপ্রদেশ থেকে ইতোমধ্যেই রাজ্যসভার প্রার্থী হিসাবে রাজ্যের সদ্য সাবেক মুখ্যমন্ত্রী মায়াবতী মনোনয়নপত্র জমা দিয়েছেন।

বাংলাদেশ সময় : ১১৪৩ ঘণ্টা, মার্চ ১৭, ২০১২

সম্পাদনা : রানা রায়হান, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।