ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

মুম্বাই থেকে সাবেক সিপিএম সাংসদ লক্ষণ শেঠ গ্রেফতার

মুম্বাই সংবাদাতা | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩২ ঘণ্টা, মার্চ ১৭, ২০১২

মুম্বাই: নন্দীগ্রাম নিখোঁজকাণ্ডে অভিযুক্ত সাবেক সিপিএম সাংসদ লক্ষণ শেঠকে গ্রেফতার করেছে সিআইডি। লক্ষণ শেঠের সঙ্গে পূর্ব মেদিনীপুরের অপর ২ সিপিএম  নেতা অমিয় সাহু ও অশোক গুড়িয়াকেও গ্রেফতার করা হয়।



জানা গেছে, গোপন সূত্রে খবর পেয়ে শনিবার মুম্বাইয়ের চেম্বুরের এক গেস্ট হাউস থেকে তাদের গ্রেফতার করা হয়। ধৃতদের বান্দ্রা কোর্টে তোলার পর ট্রানজিট রিমান্ডে সিআইডি তাদের কলকাতায় নিয়ে আসবে বলে জানা গেছে। পরে ভবানী ভবনে নিয়ে এসে তাদের জিজ্ঞাসাবাদ করা হবে।

গত ২০০৭ সালের ১০ নভেম্বর নন্দীগ্রামে জমি আন্দোলনে অংশ নেওয়া ৭ জন নিখোঁজ হন। অভিযোগ ওঠে লক্ষণ শেঠ সহ সিপিএমের বেশ কিছু নেতা এই ষড়যন্ত্রে যুক্ত ছিলেন।

রাজ্যে নতুন সরকার ক্ষমতায় আসার পর এই ঘটনার সিআইডি তদন্তের নির্দেশ দেওয়া হয়। প্রাথমিকভাবে জানা যায়, নিখোঁজ ৭ জনকে তুলে নিয়ে গিয়ে হত্যা করে সাগরে মৃতদেহ ভাসিয়ে দেওয়া হয়।

সিআইডি তদন্ত করে ঘটনায় জড়িত থাকার অভিযোগে লক্ষণ শেঠ সহ ৮৮ জনের বিরুদ্ধে হলদিয়া আদালতে চার্জশিট জমা দেয়। ইতিমধ্যেই বেশ কয়েকজনকে গ্রেফতারও করা হয়।

চার্জশিট জমা দেওয়ার পর লক্ষণ শেঠ সহ বাকিদের গ্রেফতারের চেষ্টা চালায় সিআইডি। লক্ষণ শেঠ সহ অভিযুক্তরা গ্রেফতারের ভয়ে পালিয়ে বেড়াচ্ছিলেন। এরমধ্যে সিআইডি গোপন সূত্রে জানতে পারে যে লক্ষণ শেঠ মুম্বাইতে রয়েছেন। মুম্বাই পাড়ি দিয়ে এদিন চেম্বুর থেকে তাদের গ্রেফতার করা হয়।

বাংলাদেশ সময়: ১৭২৫ ঘণ্টা, মার্চ ১৭, ২০১২
আরডি

সম্পাদনা: আবু হাসান শাহীন, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।