ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

রাজ্যসভার প্রার্থী পদ প্রত্যাখ্যান করলেন সোমনাথ

কলকাতা ব্যুরো | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩৬ ঘণ্টা, মার্চ ১৮, ২০১২

কলকাতা: ভারতের সাবেক লোকনভার স্পিকার ও বহিষ্কৃত সিপিএম নেতা সোমনাথ চট্টোপাধ্যায়কে এবার পশ্চিমবঙ্গ থেকে রাজ্য সভার প্রার্থী করার উদ্যোগ নিল কংগ্রেস। কিন্তু তিনি এই প্রস্তাব প্রত্যাখান করেছন।



শনিবার কংগ্রেসের পশ্চিমবঙ্গের ভারপ্রাপ্ত নেতা শাকিল আহমেদ বলেন, ‘তারা সোমনাথ চট্টোপাধ্যায়কে প্রার্থী হিসেবে রাজ্য থেকে দাঁড় করানোর কথা ভাবছেন। ’

এর জবাবে রোববার সকালে সোমনাথ চট্টোপাধ্যায় জানিয়ে দেন, তিনি রাজ্যসভার প্রার্থী হচ্ছেন না। কংগ্রেসের প্রার্থী হিসেবে তিনি দাঁড়াবেন না।

উল্লেখ্য, পশ্চিমবঙ্গ থেকে রাজ্যসভার ৫টি আসনের জন্য প্রতিদ্বন্দ্বিতা হবে। এরমধ্যে একটি আসন সিপিএমের। সেই আসনের জন্য প্রার্থী হয়েছেন তপন সেন।

বাকি ৪টি তৃণমূল প্রার্থী দিয়েছেন। এরা হলেন- মুকুল রায়, কুনাল ঘোষ, বিবেক গুপ্ত, নাদিমূল হক।

কংগ্রেস তাদের প্রার্থী দাঁড় করাতে চাইলেও জোট সঙ্গী তৃণমূল তাতে রাজি না হওয়ায় তারা হতাশ।

বাংলাদেশ সময়; ১২২০ ঘণ্টা মার্চ ১৮, ২০১২

আরডি
সম্পাদনা: কাজল কেয়া, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।